লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করানো নিয়ে নরেন্দ্র মোদীর ‘ফন্দি’ ভেস্তে দিতে একজোট হচ্ছে বিরোধীরা।
সংসদের বাদল অধিবেশন শুরুর আগে বিরোধী দলগুলি বৈঠকে বসছে দিল্লিতে। ৩০ অগস্ট চেন্নাইয়ে রাজ্যের স্বায়ত্ত্বশাসন নিয়ে এক সম্মেলন ডেকেছে ডিএমকে। সেখানে রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, শরদ পওয়ার, অখিলেশ যাদব, মায়াবতী, ওমর আবদুল্লাদের একজোট করার চেষ্টা হচ্ছে।
বিরোধীরা বুঝতে পারছেন, একসঙ্গে ভোট করানোর চাপ দিয়ে মোদী আসলে যত বেশি রাজ্যে সম্ভব বিধানসভা ভোট লোকসভার সঙ্গে করিয়ে নিতে চান। সে কারণে আজও আইন কমিশনের বৈঠকে ডিএমকে প্রস্তাবের বিরোধিতা করে।
ফরওয়ার্ড ব্লকের জি দেবরাজনও বিরোধিতা করেন। কিন্তু চন্দ্রবাবু নায়ডু মুখে বিরোধ করলেও এই ভাবনা একেবারে উড়িয়ে দেয়নি। পরের বছরেই অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট। তবে একসঙ্গে ভোটের প্রস্তাবকে সমর্থন করেন টিআরএস নেতা চন্দ্রশেখর রাও। যাঁর উদ্যোগে ফেডারেল ফ্রন্টের উদ্যোগ হয়েছিল।