বাল্যবিবাহের অভিযোগে অসমে গ্রেফতার ৪১৬ জন। —ফাইল চিত্র।
বাল্যবিবাহের ঘটনায় অসমে এক রাতেই চারশোর বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অসমে বাল্যবিবাহের ব্যাধি মেটাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এর আগেও দু’দফায় রাজ্য জুড়ে অভিযান চালিয়েছে পুলিশ। এই নিয়ে তৃতীয় বার অসমের বিভিন্ন প্রান্তে অভিযান চালানো হল। শনিবার রাতভর অভিযান চালিয়ে ৩৩৫টি মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৪১৬ জনকে। রবিবার তাঁদের সংশ্লিষ্ট এলাকার আদালতে পেশ করা হয়।
এর আগে গত বছরের ফেব্রুয়ারি এবং অক্টোবরে এই ধরনের অভিযান চলে অসমে। গত বছরের ফেব্রুয়ারিতে পুলিশি অভিযানে ৩ হাজার ৪৮৩ জনকে গ্রেফতার করা হয়। দায়ের করা হয় চার হাজার ৫১৫টি মামলা। তার আট মাস পরে অক্টোবরে ফের বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। তাতে ৭১০টি মামলা রুজু হয় এবং গ্রেফতার করা হয় ৯১৭ জনকে।
‘বাল্যবিবাহ মুক্ত ভারত’ গঠনের জন্য ইতিমধ্যে পদক্ষেপ করেছে কেন্দ্র। গত মাসে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক থেকে এ বিষয়ে একটি কর্মসূচিও চালু করা হয়েছে। দেশের কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে, তা সঙ্গে সঙ্গে প্রশাসনের নজরে আনার জন্য একটি পোর্টালও চালু করেছে কেন্দ্র। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান, দেশে গড়ে প্রতি পাঁচ জন মেয়ের মধ্যে এক জনের ১৮ বছরের কম বয়সে বিয়ে হয়ে যায়। তবে সম্প্রতি বাল্যবিবাহের হার আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও জানান মন্ত্রী। কেন্দ্রের পরিসংখ্যান অনুসারে, ২০১৫-১৬ সালে বাল্যবিবাহের হার ছিল ২৬.৮ শতাংশ। ২০১৯-২১ সালের মধ্যে তা কমে ২৩.৩ শতাংশে নেমে এসেছে। ২০২৯ সালের মধ্যে তা পাঁচ শতাংশের নীচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।