ভূপেন হাজরিকা।
সাহিত্যিক লক্ষ্মীনাথ বেজবরুয়ার বাড়ি নিয়ে ওড়িশা প্রশাসনের আশ্বাস পাওয়ার পর কলকাতায় ভূপেন হাজরিকার স্মৃতিধন্য বাড়ি সংরক্ষণে উদ্যোগী হল অসম সরকার। বর্তমান মালিকের কাছে বাড়িটি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন অসমের সংস্কৃতিমন্ত্রী নবকুমার দোলে। ওড়িশার সম্বলপুরে বেজবরুয়া ভবন পরিদর্শনের পরে ভূবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের সঙ্গে দেখা করেছিলেন অসমের সংস্কৃতিমন্ত্রী নবকুমার দোলে ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রেস উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী। বুধবার কলকাতায় পৌঁছন নবকুমারবাবুরা। টালিগঞ্জ এলাকার ৭৭ গল্ফ কোর্সে ভূপেন হাজরিকার স্মৃতিধন্য বাড়িতে যান তাঁরা। বাড়ির মালিক সুশীলকুমার ডাংগিও সেখানে হাজির ছিলেন। ওই বাড়িতে ১৯৫০ সাল থেকে মুম্বই যাওয়ার আগে পর্যন্ত থাকতেন ভূপেনবাবু। এ দিন সন্ধেয় গুয়াহাটিতে সর্বানন্দ জানান, রাজ্য সরকারের তরফে সুশীলবাবুর কাছে থেকে ওই বাড়ি কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি তা বিবেচনার আশ্বাস দিয়েছেন।