Assam flood

Assam Flood: বুকসমান জলে ভাসছে ঘর, সদ্যোজাতকে গামলায় শুইয়ে বাড়ি ছাড়লেন বাবা

অসমে বন্যায় ইতিমধ্যেই ৪৭ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮২ জনের।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৪:৩৮
Share:

যে দিকে চোখ যায়, শুধু জল আর জল। কোনটা রাস্তা, কোনটা নদী বুঝে ওঠা দায়। কোথাও কোমরসমান তো, কোথাও আবার বুক এবং গলাসমান জল। গত কয়েক দিন ধরে অসমের সর্বত্র একই ছবি ধরা পড়েছে। বন্যার সঙ্গে যুঝতে থাকা অসমে উঠে এল এক হৃদয়বিদারক ছবি!

Advertisement

বাড়িতে বুকসমান জল। আসবাব সরানোর সুযোগ হয়নি। কিন্তু প্রাণে বাঁচতে অনেকেই ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন। এমনই একটি ছবি ধরা পড়ল ‘পিতৃ দিবসে’। জলের তলায় চলে গিয়েছে শিলচরের বহু ঘর। তেমনই একটি ঘর থেকে সদ্যোজাতকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ছবি।

শশাঙ্ক চক্রবর্তী নামে এক টুইটার গ্রাহক ভিডিয়োটি পোস্ট করেছেন। সেই ভিডিয়ো এখন ভাইরাল। ক্যাপশনে শশাঙ্ক লিখেছেন, ‘শিলচরে বন্যার ভয়াবহ পরিস্থিতির মধ্যে এক টুকরো মন ছুঁয়ে যাওয়া ছবি। এই দৃশ্যই শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা পার করার বাসুদেবের সেই দৃশ্যকে যেন চোখের সামনে ভাসিয়ে তুলছে।’

Advertisement

অসমে বন্যায় ইতিমধ্যেই ৪৭ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮২ জনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement