ফাইল চিত্র।
পিপিই কিট নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া বনাম অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্ঘাত তুঙ্গে। স্ত্রীর পর এ বার সিসৌদিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন বিশ্বশর্মা।
সিসৌদিয়া সম্প্রতি অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন বেশি দামে স্ত্রীর সংস্থায় পিপিই কিটের বরাত দিয়েছিলেন হিমন্ত। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘‘স্ত্রীর সংস্থায় পিপিই কিটের বরাত পাইয়ে দিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। পিপিই কিট পিছু ৯৯০ টাকা নিয়েছেন। যেখানে অন্য সংস্থাগুলি ৬০০ টাকা করে কিনেছে। এটা বড় অপরাধ।’’ সিসৌদিয়া এও বলেন যে, তাঁর হাতে এ নিয়ে তথ্য-প্রমাণও রয়েছে।
অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করার পরই দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন হিমন্ত-পত্নী রিনিকি ভুঁইয়া। অন্য দিকে, এই অভিযোগ ওঠার পরই সিসৌদিয়াকে হুঁশিয়ারির সুরে হিমন্ত বলেছিলেন, ‘‘গুয়াহাটিতে দেখে নেব...।’’ কারণ সেখানে অপরাধমূলক মামলা রয়েছে সিসৌদিয়ার বিরুদ্ধে।
সিসৌদিয়ার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হিমন্ত ও অসম সরকার। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।