সিসৌদিয়ার বাড়িতে সিবিআই অভিযান নিয়ে আবারও সরব কেজরি। ফাইল চিত্র।
আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বাড়িতে সিবিআই অভিযান নিয়ে রাজধানীর রাজনীতি উথালপাথাল। তাঁর ‘ডেপুটি’কে ভারতরত্ন সম্মানে ভূষিত করার দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। সেই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা বিএল সন্তোষের টিপ্পনী, নিজের জন্য এ বার নোবেল পুরস্কারের দাবি করবেন কেজরিবাল।
টুইটারে এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ‘সত্যেন্দ্র জৈনের জন্য পদ্মবিভূষণ...মণীশ সিসৌদিয়ার জন্য ভারতরত্ন...পরের নোবেল পুরস্কার ওঁর (কেজরি) নিজের জন্য...।’’ আম আদমি পার্টিকে (আপ) ‘নৈরাজ্যের দল’ বলেও আক্রমণ করেছেন সন্তোষ।
বস্তুত, দিল্লির উপমুখ্যমন্ত্রী সিসৌদিয়ার হাতে রয়েছে শিক্ষা দফতরও। সম্প্রতি আমেরিকার সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে দিল্লির শিক্ষাব্যবস্থার প্রশংসা করা হয়েছে। এই প্রেক্ষাপটে আপ সরকারের ‘শিক্ষা মডেল’-এর তারিফ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন কেজরি। দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে, শিক্ষাক্ষেত্রে সিসৌদিয়ার অবদানকে গুরুত্ব না দিয়ে সিবিআইকে দিয়ে হেনস্থা করছে কেন্দ্রীয় সরকার।
এই প্রসঙ্গে টুইটারে কেজরি লিখেছেন, ‘বিজেপির কি কোনও লজ্জা রয়েছে? ওই লোকটাকে (সিসৌদিয়া) ভারতরত্ন দেওয়া উচিত। সিবিআই অভিযানের বদলে শিক্ষা মডেলকে বোঝা উচিত প্রধানমন্ত্রীর। গোটা দেশ এই অভিযান নিয়ে ক্ষুব্ধ। এতে কি দেশের লাভ হবে?’