সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়ায় বিজেপি সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সম্প্রতি গুজরাতে এক সভায় তাঁর গায়ে কালি ছোড়ার অভিযোগে দুই এবিভিপি সমর্থককে গ্রেফতার করে পুলিশ। শনিবার গুজরাতে ফের হেনস্থার শিকার হন তিনি। উনঝা ও সুরাতে কয়েক ডজন পোস্টার সাঁটিয়ে কেজরীকে দেশদ্রোহী তকমা দিয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় জনতা। ওই পোস্টারে ওসামা বিন লাদেন, হাফিজ সইদ, বুরহান ওয়ানির পাশে ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর ছবিও। তবে তড়িঘড়ি সেই সমস্ত পোস্টার সরিয়ে দেন আপের সমর্থকেরা। আপের অভিযোগ, কেজরীর চার দিনের গুজরাত সফর বানচাল করতেই এই ঘটনা ঘটিয়েছে বিজেপি।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। সংরক্ষণের দাবিতে অনড় পটেল সম্প্রদায়ের সমর্থনে রাজনৈতিক মিছিলে যোগ দিতে সে দিনই গুজরাত পৌঁছন কেজরীবাল। শনিবার উনঝায় ও রবিবার সুরাতে জনসভার আয়োজন করা হয়। কিন্তু তার মধ্যেই বিভিন্ন জায়গায় এই পোস্টার ছড়িয়ে পড়ায় উত্তেজনা ছড়ায়।
তবে রাজ্য বিজেপির মুখপাত্র ভরত পাণ্ড্য এই অভিযোগ নস্যাৎ করে জানান, ‘‘বিজেপি সমর্থকেরা নন, এই প্রতিবাদ দেশপ্রেমী ভারতবাসীর।’’ তাঁর মতে, গুজরাত একটি সীমান্তবর্তী রাজ্য। তাই পাক জঙ্গি নিকেশ করতে সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলার অর্থ হল রাজ্যের মানুষের আবেগকেও প্রশ্ন করা। মানুষ তা বরদাস্ত করবে না।