অরুণাচলের রাজ্যপাল ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) বি ডি মিশ্র। ছবি: সংগৃহীত।
অন্তঃসত্ত্বা মহিলার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অরুণাচল প্রদেশের রাজ্যপাল। ওই মহিলা বিপাকে পড়েছেন জেনে কার্যত তাঁর ত্রাতা হয়ে উঠলেন তিনি। নিজের হেলিকপ্টারে না উঠে ওই মহিলাকে হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করে দিলেন।
রাজভবন সূত্রে খবর, বুধবার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে তাওয়াংয়ে গিয়েছিলেন অরুণাচলের রাজ্যপাল ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) বি ডি মিশ্র। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু-সহ অন্য বিধায়কেরা। হঠাৎই মুখ্যমন্ত্রী ও রাজ্যের এক বিধায়কের কথোপকথন কানে আসে রাজ্যপালের। তিনি জানতে পারেন, স্থানীয় এক সন্তানসম্ভবা মহিলা অত্যন্ত সঙ্গীণ অবস্থায় রয়েছেন। তাঁকে জরুরি ভিত্তিতে গুয়াহাটির হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। সড়কপথে তাওয়াং থেকে গুয়াহাটিতে যেতে সময় লাগে ঘণ্টা পনেরো। সে কারণে তাঁকে হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। কিন্তু, সে সময় থেকে তিনি দিনের জন্য তাওয়াং থেকে গুয়াহাটির হেলিকপ্টার পরিষেবাবন্ধ থাকবে। ফলে রীতিমতো বিপাকে পড়েছেন ওই মহিলা। ফলে তাঁকে আকাশপথে ইটানগরের হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। কারণ, সড়কপথে তাওয়াং থেকে ইটানগরের প্রায় ২০০ কিলোমিটার রাস্তা পার হতে যেতে সময় লাগে প্রায় ১৫ ঘণ্টা। সেখানে আকাশপথে মাত্র দু’ঘণ্টাতেই গন্তব্যে পৌঁছনো যায়।
ওই বিপত্তির কথা শুনে সাহায্যের জন্য এগিয়ে যান রাজ্যপাল। জানান, নিজের হেলিকপ্টারে করে ইটাগরের হাসপাতালে ওই মহিলা এবং তাঁর স্বামীকে পৌঁছে দিতে পারেন তিনি।হেলিকপ্টারে জায়গার অভাব থাকায় নিজের সঙ্গে সফররত দুই আধিকারিককেও তাওয়াংয়ে থেকে যেতে নির্দেশ দেন।
এর পর রাজ্যপালের সঙ্গেই ইটানগরের দিকে রওনা দেন ওই দম্পতি। কিন্তু, জ্বালানি ভরার জন্য হেলিকপ্টারটি অসমের তেজপুরে নামতে বাধ্য হয়। সে সময় তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ওই মহিলার অবস্থার কথা বিবেচনা করে এর পর তেজপুরে ভারতীয় বায়ুসেনার থেকে চপারের আবেদন করেন রাজ্যপাল। সেই চপারে করেই ওই দম্পতিকে ইটাগরের হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। এখানেই থেমে থাকেননি তিনি। আরও একটি চপারে করে নিজেও ইটানগরে যান রাজ্যপাল। এর পর রাজভবন পৌঁছে ওই মহিলার জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করে দেন তিনি।
আরও পড়ুন: হনুমানও ‘দলিত’! ত্রেতা যুগের বার্থ সার্টিফিকেট কলিতে দিলেন যোগী
আরও পড়ুন: ‘অযোধ্যা চাই না, ঋণ মকুব করা হোক’, স্লোগান দিতে দিতে সংসদ অভিযানে হাজার হাজার কৃষক
হাসপাতাল সূত্রে খবর, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পর সন্তান প্রসব করেছেন ওই মহিলা। সন্তান ও মায়ের সুস্থতা কামনা করে নিজের শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন রাজ্যপাল।
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)