National News

যৌন হেনস্থার অভিযোগে এ বার পুলিশি জেরা অরুণাভকে

যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে অবশেষে ‘দ্য ভাইরাল ফিভার’ (টিভিএফ)-এর সিইও অরুণাভ কুমারকে তলব করল পুলিশ। এ সপ্তাহেই থানায় হাজিরা দিতে পারেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ১৪:২৪
Share:

অরুণাভ কুমার। ছবি: সংগৃহীত।

যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে অবশেষে ‘দ্য ভাইরাল ফিভার’ (টিভিএফ)-এর সিইও অরুণাভ কুমারকে তলব করল পুলিশ। এ সপ্তাহেই থানায় হাজিরা দিতে পারেন তিনি।

Advertisement

পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার ক্ষেত্রে গড়িমসি করার অভিযোগ আগেই উঠেছিল। কিন্তু, গত ১৭ মার্চ রিজওয়ান সিদ্দিকি নামে মুম্বইয়ের এক আইনজীবী এ নিয়ে একটি এফআইআর দায়ের করেন। এর পরেই নড়েচড়ে বসতে বাধ্য হয় পুলিশ। পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, অরুণাভকে জিজ্ঞাসাবাদ করা ছাড়াও অভিযোগরিণীদেরও খুঁজে বার করার চেষ্টা শুরু করেছেন তাঁরা।

আরও পড়ুন

Advertisement

দিনেরবেলা হেডলাইট জ্বালিয়ে বাইক-স্কুটার চালাতে হবে এপ্রিল থেকে!

সপ্তাহখানেক আগেই টিভিএফ-এর সিইও অরুণাভের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন তাঁর সংস্থার এক প্রাক্তন কর্মী। ‘দ্য ইন্ডিয়ান উবের— দ্যাই ইজ টিভিএফ’ নামের একটি ব্লগে ‘ইন্ডিয়ান ফ্লাওয়ার’ ছদ্মনামের আড়ালে মুখ খোলেন ওই তরুণী। ওই সংস্থায় কর্মরত অবস্থায় অরুণাভ তাঁকে প্রায় দু’বছর ধরে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ।

এর পরই একের পর একযোগে পঞ্চাশ জনেরও বেশি তরুণী মুখ খোলেন অরুণাভের বিরুদ্ধে। যদিও পুলিশের আর্জি সত্ত্বেও কোনও অভিযোগকারিণীই এফআইআর দায়ের করেননি। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠতে থাকে। এর পরই এমআইডিসি থানায় একটি লিখিত অভিযোগ করেন রিজওয়ান সিদ্দিকি।

এমআইডিসি থানায় এক শীর্ষ কর্তা শৈলেশ পাসালভার জানিয়েছেন, গোটা বিষয়টা টিভিএফ-এর অফিসে জানানো হয়েছে। এ নিয়ে অরুণাভর বয়ানও রেকর্ড করা হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, অভিযোগকারিণীদেরও খোঁজ শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement