National News

‘বিমান লাগবে না, কাশ্মীরে যাচ্ছি, যাবেন অন্য বিরোধীরাও’, রাজ্যপালের আমন্ত্রণের জবাবে রাহুল

রাহুল মঙ্গলবার লিখেছেন, ‘‘আমাদের কোনও বিমানের প্রয়োজন নেই। আমরা যাতে অবাধে আপনার রাজ্যের বিভিন্ন এলাকায় যেতে পারি, কথা বলতে পারি আমজনতার সঙ্গে, আমাদের শুধু সেই স্বাধীনতাটুকুই দিলেই হবে। মূল স্রোতের রাজনীতিক ও সেনাবাহিনী ওখানে রয়েছে।’’

Advertisement
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৯ ১৭:০১
Share:

-ফাইল ছবি।

সংবিধানের ৩৭০ ধারা রদের পর জম্মু-কাশ্মীরের পরিস্থিতি কী, তা দেখতে যাবেন বলে জানালেন রাহুল গাঁধী। এও জানালেন, কোনও মন্তব্য করার আগে ওই রাজ্যের পরিস্থিতি ‘চাক্ষুষ’ করতে চান। তবে রাহুলকে কাশ্মীর সফরের আমন্ত্রণ জানাতে গিয়ে রাজ্যপাল সত্যপাল মালিক যে তাঁদের বিশেষ বিমান দেবেন বলেছিলেন, রাহুল জানিয়ে দিয়েছেন তার প্রয়োজন নেই। তাঁর সঙ্গে যাবেন অন্য বিরোধী নেতারাও।

Advertisement

তাঁর টুইটে রাহুল মঙ্গলবার লিখেছেন, ‘‘আমাদের কোনও বিমানের প্রয়োজন নেই। আমরা যাতে অবাধে আপনার রাজ্যের বিভিন্ন এলাকায় যেতে পারি, কথা বলতে পারি আমজনতার সঙ্গে, আমাদের শুধু সেই স্বাধীনতাটুকুই দিলেই হবে। মূল স্রোতের রাজনীতিক ও সেনাবাহিনী ওখানে রয়েছে।’’

গত সপ্তাহেই রাহুল মন্তব্য করেছিলেন, সংবিধানের ৩৭০ ধারা রদের জেরে হিংসার ঘটনা ঘটছে জম্মু-কাশ্মীরে। রাহুলের ওই মন্তব্যের প্রেক্ষিতে কিছুটা ক্ষিপ্ত হয়েই জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক সোমবার রাহুলকে রাজ্যে আসার আমন্ত্রণ জানান।

Advertisement

আরও পড়ুন- সভাপতির পদ ছেড়েও দলের মুখ রাহুলই​

আরও পড়ুন- বন্যা-বিধ্বস্ত ওয়েনাডে কেন্দ্রকে পাশে চান রাহুল​

এও বলেন, রাহুলকে তিনি বিশেষ বিমানে চাপিয়ে নিয়ে আসবেন জম্মু-কাশ্মীরে। রাহুলের উদ্দেশে ওই দিন মালিক এও বলেন, ‘‘আপনি এক জন দায়িত্বশীল ব্যক্তি। আপনার এই ধরনের মন্তব্য করা উচিত নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement