প্রতীকী ছবি।
সন্ত্রাসবাদীদের সন্ধানে জম্মু-কাশ্মীরের লোলাব এলাকার গভীর জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। শুধু লোলাব নয়, নিয়ন্ত্রণরেখা লাগোয়া কয়েকটি জায়গাতেও তল্লাশি চলছে। গত কাল সন্ধের পর থেকে জঙ্গিদের খোঁজে অভিযান শুরু হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
ওয়ারনাও লোলাব জঙ্গলে গত কাল বিকেলে ২৮ রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ অভিযান চালাচ্ছিল। সূত্রের খবর, সেই সময় জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই হয়। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, জঙ্গিদের উপস্থিতির প্রমাণ মিলতেই চিরুনি তল্লাশি শুরু হয়েছে লোলাব উপত্যকার উপরের অংশ এবং সামসাবাড়ি রেঞ্জে। আজ অবশ্য লোলাবে জঙ্গিদের সঙ্গে বাহিনীর কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। এই তল্লাশি অভিযান আরও কিছু দিন চলবে বলে সেনার তরফে জানানো হয়েছে। সেনার এক পদস্থ অফিসার বলেছেন, ‘‘ওয়ারনাওয়ের উপরের দিকে এখনও দু’তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে। ওই জঙ্গল থেকে একটি রাইফেল এবং একটি রেডিয়ো সেট উদ্ধার করেছি।’’
ওই সেনা অফিসার জানিয়েছেন, আরও কয়েকটি এলাকা ঘিরে রাখা হয়েছে। ৪৭ রাষ্ট্রীয় রাইফেলসের অতিরিক্ত বাহিনীও যোগ দিয়েছে। অভিযানে সাহায্য
করছে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ। আর এক সেনা অফিসার বলেন, ‘‘গভীর জঙ্গলে অভিযান চলছে। তাই বাড়তি সতর্কতা বজায় রাখাতে হচ্ছে।’’ তিনি জানিয়েছেন, সম্প্রতি ওই এলাকায় জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এমন প্রমাণ পাওয়া গিয়েছে। লোলাবের পাশাপাশি, কেরান এবং মাছিল সেক্টরেও চলছে চিরুনি তল্লাশি। ওই সেনা কর্তার কথায়, ‘‘ওয়ারনাওয়ের দলটিতে দু’তিন জনের বেশি জঙ্গি থাকতে পারে।’’ গত শুক্রবার জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন বিএসএফের ডিজি রাকেশ আস্থানা।
আজ জম্মুতে চিন ও পাকিস্তানের নাম না-করে তিনি বলেন, ‘‘এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কারণ, আমাদের দুই প্রতিবেশী দেশ আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করছে। বিএসএফ যেহেতু সীমান্ত রক্ষায় সামনের সারিতে রয়েছে, তাই আমাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’’