রাজৌরিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সেনার গাড়ি। — প্রতীকী ছবি।
জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার গাড়ি। মৃত্যু দুই সেনা জওয়ানের। আহত আরও তিন জওয়ান। জানা গিয়েছে, রাজৌরির কেরি সেক্টরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেনার অ্যাম্বুল্যান্স।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সেনার একটি অ্যাম্বুল্যান্স দুঙ্গি গালার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অ্যাম্বুল্যান্সের চালক এবং এক সেনা জওয়ানের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও তিন সেনা জওয়ান। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নামে সেনা। খাদে নেমে দু’টি মৃতদেহ উদ্ধার করেন তাঁরা। তিন জনকে গুরুতর আহত অবস্থায় পাঠানো হয় সেনা হাসপাতালে।
সেনা সূত্রে খবর, খাড়াই রাস্তায় একটি তীক্ষ্ণ বাঁকের কাছে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। অ্যাম্বুল্যান্সটি রাস্তা থেকে সোজা গিয়ে পড়ে খাদে।
গত বছর ডিসেম্বরে উত্তর সিকিমে একই ভাবে সেনার একটি গাড়ি খাদে পড়েছিল। তাতে ২৬ জন সেনাকর্মীর মৃত্যু হয়েছিল। চার জনের আঘাত ছিল গুরুতর। জানা গিয়েছিল, পাহাড়ি রাস্তার তীক্ষ্ণ বাঁকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক। তার জেরেই দুর্ঘটনা। এ বার কার্যত একই ঘটনা কাশ্মীরে।