National News

হেলিকপ্টারের দড়ি ছিঁড়ে আহত তিন জওয়ান, দেখুন ভিডিও

সেনা দিবসের অনুষ্ঠানে যে কসরত দেখানো হবে, গত মঙ্গলবার দিল্লিতে তারই অনুশীলন করছিলেন জওয়ানেরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ১৬:৪০
Share:

অনুশীলনের সময়েই দড়ি ছিঁড়ে পড়ে যান হেলিকপ্টারের জওয়ানেরা। ছবি: ইউটিউবের সৌজন্যে।

সেনা দিবসের মহড়া চলাকালীন রাজধানীতে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন তিন জওয়ান। হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামার সময় তা ছিঁড়ে ঘটল বিপর্যয়।

Advertisement

লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পার সম্মানে প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস পালন করা হয়। ওই দিনেই ভারতীয় সেনার প্রথম কম্যান্ডার ইন চিফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

সেনা দিবসের অনুষ্ঠানে যে কসরত দেখানো হবে, গত মঙ্গলবার দিল্লিতে তারই অনুশীলন করছিলেন জওয়ানেরা। হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে আসছিলেন তিন জওয়ান। প্রথম দু’জন কিছুটা নামার পরেই দড়ি ধরে নামতে শুরু করেন তৃতীয় জন। সেই সময় আচমকাই ছিঁড়ে যায় দড়ি। একসঙ্গে তিন জনেই পড়ে যান মাটিতে। ওই ঘটনাটি পরে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

দেখুন ভিডিও:

আরও পড়ুন:

জঙ্গিরা আমাদের ভাই, তাঁরা শহিদ: মন্তব্য বিধায়কের, তীব্র বিতর্ক জম্মু-কাশ্মীরে

ঝড়-ঝঞ্ঝা সামলে বিশ্বভ্রমণে অটল ভারতীয় নৌসেনার ৬ মহিলা নাবিক

জওয়ানদের আঘাত গুরুতর নয় বলেই সেনা সূত্রে খবর। তবে গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে সেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement