Chopper Crash

জম্মুতে ভেঙে পড়ল সেনাবাহিনীর চপার, নিরাপদে ২ পাইলট

সেনা বাহিনী সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ জম্মুর রিয়াসি জেলায় চপারটি ভেঙে পড়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০১
Share:

প্রতীকী ছবি।

ফের উপত্যকায় ভেঙে পড়ল সেনাবাহিনীর একটি চপার। সোমবার জম্মুর রিয়াসি এলাকায় ওই চপারটি ভেঙে পড়ে। কপ্টারে দু’জন পাইলট ছিলেন। তাঁরা নিরাপদে রয়েছেন বলে সেনা সূত্রে খবর।

Advertisement

সেনা বাহিনী সূত্রে আরও জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ দুর্ঘটনায় পড়ে চপারটি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, উড়ানের কিছু ক্ষণ পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় কপ্টারটিতে। দুই পাইলট তা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তাঁরা সফল হননি। শেষ পর্যন্ত ওই কপ্টারটি ভেঙে পড়ে। তবে কপ্টারের দুই চালক অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন সেনাবাহিনীর কর্তারা।

‘চিতা’ গোত্রের ওই কপ্টার প্রথম ১৯৭৬ সালে ভারতীয় বায়ু সেনার অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর আগেও উপত্যকায় এমন কপ্টার দুর্ঘটনা ঘটেছে। গত বছর ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের বদগামে ভেঙে পড়ে এমআই-১৭ শ্রেণির একটি কপ্টার। ওই ঘটনায় ছয় সেনা সদস্য-সহ সাত জনের মৃত্যু হয়।

Advertisement

আরও পড়ুন: গাড়ি চালককে ধরতে লাফ মেরে বনেটে ট্রাফিক পুলিশ, গাড়ি ছুটল প্রায় ২ কিলোমিটার

আরও পড়ুন: আদনানকে পদ্মশ্রী দেওয়ায় ‘পাকিস্তান প্রেম’ নিয়ে মোদী সরকারকে খোঁচা স্বরার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement