Farm Law

‘আইন প্রত্যাহার বাদে আর কী দাবি আছে?’, প্রতিবাদী কৃষকদের বলবে কেন্দ্র

আগামী ১৯ জানুয়ারি সরকার প্রতিবাদী কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে। সেখানে কৃষি আইনের প্রতিটি ধারা ধরে ধরে আলোচনা করা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৬:৫৮
Share:

নরেন্দ্র সিংহ তোমর। ফাইল ছবি

কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহারের পথে হাঁটবে না, রবিবার সেই কথা ফের স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। তিনি সাংবাদিকদের জানালেন, আগামী ১৯ জানুয়ারি সরকার প্রতিবাদী কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে। সেখানে কৃষি আইনের প্রতিটি ধারা ধরে ধরে আলোচনা করা হবে। জানতে চাওয়া হবে, কৃষি আইন প্রত্যাহার বাদ দিয়ে আর কী কী পরিবর্তন তাঁরা এই আইনে চান। তবে আইন কোনও ভাবেই প্রত্যাহার করা হবে না।

Advertisement

নরেন্দ্র সিংহ তোমর জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে প্রতিবাদী কৃষক সংগঠনগুলিকে মাণ্ডি, ট্রেডার্স রেজিস্ট্রেশন ও অন্য বেশ কয়েকটি বিষয় নিয়ে সরকার আলোচনায় রাজি হয়েছে। বিদ্যুৎ পরিষেবার বিষয়েও সরকার কথা বলতে চায়। কিন্তু প্রতিবাদী কৃষকরা আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছেন। কেন ন’দফা বৈঠক ব্যর্থ হল, সেই বিষয়ে বলতে গিয়ে তোমর এই কথা বলেছেন।

তিনি আরও দাবি করেছেন, বেশির ভাগ কৃষি বিশেষজ্ঞ থেকে শুরু করে কৃষকরা কৃষি আইনের বিরোধিতা করছেন না। কিন্তু এখন সুপ্রিম কোর্টের আদেশের পর এই নয়া কৃষি আইন কার্যকর করা যাবে না। এই পরিস্থিতি যথেষ্ট হতাশাজনক।

Advertisement

দেশের শীর্ষ আদালতে এই নয়া কৃষি আইন, চলতি প্রতিবাদ নিয়ে মামলা হলে কেন্দ্রের প্রতি উষ্মা প্রকাশ করে আপাতত আইন স্থগিত রাখতে নির্দেশ দেয় আদালত। তৈরি করে দেয় একটি চার সদস্যের কমিটি। কিন্তু সেই কমিটি নিয়েও আপত্তি রয়েছে কৃষকদের। কমিটিতে যাঁরা আছেন, তাঁরা সকলেই কৃষি আইনের সমর্থক, এই দাবি করে কমিটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে কৃষকরা।

আরও পড়ুন: ১৭২ যাত্রী নিয়ে ভোপালে জরুরি অবতরণ কলকাতাগামী বিমানের

আরও পড়ুন: ‘সম্মান’ প্রকল্পের মাঝেই মধ্যপ্রদেশে ৯ জন মিলে গণধর্ষণ কিশোরীকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement