শিবলিঙ্গাইয়ার সম্পত্তির পরিমাণ দেখে চোখ কপালে উঠেছে এসিবি-র কর্মকর্তাদের। ফাইল চিত্র ।
পেশায় একজন সাধারণ মালি। তবে তাঁর সম্পত্তির পরিমাণ দেখে চোখ কপালে উঠেছে কর্নাটক দুর্নীতি দমন শাখা (এসিবি)-র কর্মকর্তাদের। এই ‘অতি সাধারণ’ মালির নাম শিবলিঙ্গাইয়া। তিনি ‘বেঙ্গালুরু ডেভলেপমেন্ট অথরিটি’-র অফিসে মালির কাজ করেন।
এসিবি-র বেঙ্গালুরু সিটি ডিভিশনের তিনটি দল শুক্রবার একযোগে তিনটি জায়গায় তল্লাশি চালায়। এর পরই শিবলিঙ্গাইয়ার সম্পত্তির হদিস পান এসিবি-র তদন্তকারী দল। আর তা দেখেই তাঁদের চক্ষু চড়কগাছ।
এসিবি সূত্রে জানা গিয়েছে, অতি সামান্য বেতন পাওয়া শিবলিঙ্গাইয়ার তিনটি বাড়ি, বেঙ্গালুরু শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় পাঁচটি বহুমূল্য জমি, রামনগর এবং মাইসুরুতে কোটি কোটি টাকার কৃষি ও বাণিজ্যিক জমির মালিক।
শুক্রবার এসিবি কর্তৃপক্ষ জানিয়েছেন, ২১ জন আধিকারিকের বৈধ আয়ের বাইরেও বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে সন্দেহ করে ৮০টি এলাকায় তল্লাশি চালানো হয়। সেই তদন্ত চলাকালীনই উঠে আসে শিবলিঙ্গাইয়ার নাম।
এই তদন্ত চলাকালীন শিবলিঙ্গাইয়া ছাড়াও একাধিক সরকারি আধিকারিকদের দখল থেকে মূল্যবান জিনিসপত্র, দামি গাড়ি এবং নগদ উদ্ধার করা হয়েছে বলেও এসিবি সূত্রে জানা গিয়েছে।
যাঁদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল তাঁদের মধ্যে সেচ দফতর, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত ইঞ্জিনিয়াররা রয়েছেন বলেও সূত্রের খবর।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।