দু’দিন ধরে নানা অনুষ্ঠানে বর্ষপূর্তি পালন করল শিলচরের গীতিবাদ্য সঙ্গীত বিদ্যালয়।
গত কাল প্রথম দিন ছিল প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। তবলা, রবীন্দ্রসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, নজরুল গীতি, সৃজনশীল নৃত্য, গৌড়ীয় নৃত্য, রবীন্দ্র নৃত্য ও বসে আঁকো প্রতিযোগিতা। সব মিলিয়ে ছিল ২৫০ প্রতিযোগী। আজ হয় মূল অনুষ্ঠান। বিএসএনএল-এর শিলচর জেনারেল ম্যানেজার ডি সি টিকাদার, শিল্পী বিশ্বজিৎ রায়চৌধুরী, অসীমানন্দ দাস, নিলয় পাল ও অজয় চক্রবর্তী তার সূচনা করেন।
উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপকুমার পালও। বিশ্বজিৎ রায়চৌধুরীর গান ছিল অনন্য। আয়োজক গীতিবাদ্য সঙ্গীত বিদ্যালয়ের গীতি-আলেখ্যটিও ছিল উঁচুমানের। সঙ্গীতে ছিলেন বিশ্বরাজ ভট্টাচার্য, দেবশ্রী দত্ত ও শুভদীপ বৈদ্য। ভাষ্যে অনির্বাণজ্যোতি গুপ্ত, সংহিতা দত্তচৌধুরী। তবলায় দেবর্ষি রায়চৌধুরী। সিন্থেসাইজার বাজান ঋষিকেশ চক্রবর্তী।