গীতিবাদ্য বিদ্যালয়ের বর্ষপূর্তি

দু’দিন ধরে নানা অনুষ্ঠানে বর্ষপূর্তি পালন করল শিলচরের গীতিবাদ্য সঙ্গীত বিদ্যালয়।গত কাল প্রথম দিন ছিল প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। তবলা, রবীন্দ্রসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, নজরুল গীতি, সৃজনশীল নৃত্য, গৌড়ীয় নৃত্য, রবীন্দ্র নৃত্য ও বসে আঁকো প্রতিযোগিতা। সব মিলিয়ে ছিল ২৫০ প্রতিযোগী। আজ হয় মূল অনুষ্ঠান। বিএসএনএল-এর শিলচর জেনারেল ম্যানেজার ডি সি টিকাদার, শিল্পী বিশ্বজিৎ রায়চৌধুরী, অসীমানন্দ দাস, নিলয় পাল ও অজয় চক্রবর্তী তার সূচনা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ১২ মার্চ ২০১৬ ০২:৫৯
Share:

দু’দিন ধরে নানা অনুষ্ঠানে বর্ষপূর্তি পালন করল শিলচরের গীতিবাদ্য সঙ্গীত বিদ্যালয়।

Advertisement

গত কাল প্রথম দিন ছিল প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। তবলা, রবীন্দ্রসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, নজরুল গীতি, সৃজনশীল নৃত্য, গৌড়ীয় নৃত্য, রবীন্দ্র নৃত্য ও বসে আঁকো প্রতিযোগিতা। সব মিলিয়ে ছিল ২৫০ প্রতিযোগী। আজ হয় মূল অনুষ্ঠান। বিএসএনএল-এর শিলচর জেনারেল ম্যানেজার ডি সি টিকাদার, শিল্পী বিশ্বজিৎ রায়চৌধুরী, অসীমানন্দ দাস, নিলয় পাল ও অজয় চক্রবর্তী তার সূচনা করেন।

উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপকুমার পালও। বিশ্বজিৎ রায়চৌধুরীর গান ছিল অনন্য। আয়োজক গীতিবাদ্য সঙ্গীত বিদ্যালয়ের গীতি-আলেখ্যটিও ছিল উঁচুমানের। সঙ্গীতে ছিলেন বিশ্বরাজ ভট্টাচার্য, দেবশ্রী দত্ত ও শুভদীপ বৈদ্য। ভাষ্যে অনির্বাণজ্যোতি গুপ্ত, সংহিতা দত্তচৌধুরী। তবলায় দেবর্ষি রায়চৌধুরী। সিন্থেসাইজার বাজান ঋষিকেশ চক্রবর্তী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement