Andhra Pradesh

Andhra Pradesh: নিশানা ছিল বিবাহবিচ্ছিন্না, সাত জনকে বিয়ে করে লাখ লাখ টাকা লুট, উধাও যুবক

বেছে বেছে বিবাহ বিচ্ছিন্ন ধনী মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়তেন। সাত জনকে বিয়ে করেছিলেন। তাঁদের মধ্যে তিন জন একই এলাকায় থাকতেন। উধাও যুবক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ২২:৩৮
Share:

প্রতীকী ছবি।

ডেটিং অ্যাপে ধনী বিবাহবিচ্ছিন্ন মহিলাদের সঙ্গে আলাপ জমাতেন। সেখান থেকে বিয়ের আশ্বাস। তার পর বিয়ে। এ ভাবে সাত জনকে বিয়ে করেছিলেন এক যুবক। তিন জন আবার একই গলিতে থাকতেন। বিয়ে করে ওই মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছিলেন। শেষ পর্যন্ত টাকা নিয়ে চম্পট যুবকের।

Advertisement

যুবকের সাত স্ত্রীর মধ্যে বেশির ভাগ জনই হায়দরাবাদের বাসিন্দা। তাঁরা হায়দরাবাদ এবং তেলঙ্গনার একাধিক থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ খুঁজছে।

অভিযুক্তদের বয়ানে জানা গিয়েছে, যুবকের নাম আদাপা শিবশঙ্কর বাবু। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বেথাপুড়ি গ্রামের বাসিন্দা। নিজেকে ইঞ্জিনিয়ার হিসাবে পরিচয় দিয়েছিলেন। বলেছিলেন, একটি তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করেন। দু’ লক্ষ টাকা বেতন পান। সেই রসিদও দেখিয়েছেন। নিজেকেও বিবাহবিচ্ছিন্ন বলেই দাবি করেছেন। এ-ও বলেন, প্রাক্তন স্ত্রী ও তাঁর একটি মেয়ে রয়েছে। সেই মেয়ে যুবকের কাছেই থাকেন।

Advertisement

এক বিবাহবিচ্ছিন্ন মহিলার পরিবারের থেকে আবার লক্ষ লক্ষ টাকা পণও নিয়েছিলেন। বলেছিলেন, বিয়ের পর আমেরিকায় যাবেন কাজে। শেষ পর্যন্ত যদিও বলেছিলেন, আমেরিকা যাওয়া পিছিয়ে গিয়েছে। ওই মহিলার বাবা-মা টাকা ফেরত চান। যুবক তাঁদের থানায় যেতে বলেন।

এর পরেই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। শিবশঙ্কর এক মহিলার সঙ্গে থানায় যান। সঙ্গের মহিলাকে নিজের প্রাক্তন স্ত্রী বলে পরিচয় দেন। সেই ‘প্রাক্তন’ স্ত্রীর সঙ্গে কথা বলার পরই সন্দেহ হয় অভিযোগকারী মহিলার। শিবশঙ্করের উপর নজর রাখতে বলেন ভাইকে। তখন যুবকের সাতটি বিয়ের ঘটনা সামনে আসে। ২০১৮ সালে নিজের গ্রামে প্রথম বিয়েটা করেছিলেন যুবক। তার পর আরও ছ’বার বিয়ে করেন। প্রত্যেক স্ত্রীর থেকে টাকাও নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement