Amitabh Bachchan

বচ্চনের উপাদান নিয়ে ‘বিগ ভি’ ভ্যাকসিন বানাতে পুনাওল্লাকে অনুরোধ আনন্দ মহীন্দ্রার

সেই টুইটে তিনি সিরাম ইনস্টিটিউটের প্রধানকে ‘বিগ-ভি’ ভ্যাকসিন বানানোর অনুরোধ করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২০ ১৩:২৫
Share:

ভারতীয় শিল্পপতি বচ্চনকে স্বাগত জানিয়েছেন। ফাইল চিত্র।

অমিতাভ বচ্চন জুলাইয়ে কোভিডে আক্রান্ত হওয়ার পর সারা দেশবাসীর মতো বিগ-বি-র আরোগ্য কামনা করেছিলেন শিল্পপতি আনন্দ মহীন্দ্রা। করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন অমিতাভ। তার পর একটি টুইট করেছেন মহীন্দ্রা। সেই টুইটে তিনি সিরাম ইনস্টিটিউটের প্রধানকে ‘বিগ-ভি’ ভ্যাকসিন বানানোর অনুরোধ করেছেন। মহীন্দ্রার এই প্রস্তাবে মজেছেন বচ্চন অনুগামীরাও।

Advertisement

হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার খবর টুইট করে জানিয়েছিলেন বলিউডের শাহেনশা। সেই টুইট রিটুইট করে ভারতীয় শিল্পপতি বচ্চনকে স্বাগত জানিয়েছেন। তার পর ভারতীয় সিরাম ইনস্টিটিউটের সিইও পুনাওল্লাকে অমিতাভর শরীর থেকে উপাদান সংগ্রহ করে বিগ ভি ভ্যাকসিন বানানোর জন্য অনুরোধ করেছেন। সেই ভ্যাকসিন সাধারণকে দেওয়ার জন্য বলেছেন।

মহীন্দ্রার এই মজার টুইটে সাড়া দিয়েছেন ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান পুনাওল্লাও। তিনি মহীন্দ্রা গ্রুপের প্রধানকে জানিয়েছেন, তাঁদের বিজ্ঞানীরা এই বিষয়ে কাজ করেছেন।

Advertisement

বচ্চনের কোভিড জয় করে ফেরা ও সেই প্রতিরোধ ক্ষমতাকে কুর্নিশ জানিয়ে মহীন্দ্রার এই মজাদার সংলাপ মনে ধরেছে নেটাগরিকদেরও।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় সংক্রমণের হার আট শতাংশের কম, সুস্থ ৪৪৩০৬

আরও পড়ুন: খুলে গিয়েছে প্যান্ট, তবুও বন্ধুর সাইকেল ছাড়ল না খুদে! ভিডিয়োতে মাতল নেটদুনিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement