১৭০ এ ১৭১ পাওয়া আইএএস অফিসার অঙ্কিত গর্গ। ছবি অঙ্কিতের ফেসবুক প্রোফাইল থেকে।
ছোটবেলায় তাঁর বাবা তাঁকে বলতেন, ‘দশে দশ পাওয়া যথেষ্ট নয়। সবসময় দশে এগারো পাওয়ার চেষ্টা করবে।’ এ কথার মানে ছোটবেলায় না বুঝলেও কথাটা মনে রেখেছিলেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার অঙ্কুর গর্গ। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাক্রো ইকনমিক্সের পাঠক্রমে ১৭০ এর মধ্যে ১৭১ পেয়েছেন তিনি। তাঁর এই সাফল্যের খবর নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন অঙ্কুর।
আইআইটির প্রাক্তনী, ২০০২ ব্যাচের এই আইএএস অফিসার ম্যাক্রো ইকনমিক্সের উপর কোর্স করার জন্য গিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। সেই পাঠ্যক্রমের ফাইনাল পরীক্ষায় তিনি পেয়েছেন ১৭১। ফাইনাল পরীক্ষার মোট নম্বর ছিল ১৭০। অর্থাত্ মোট নম্বরের থেকে ১ নম্বর বেশি পেয়েছেন তিনি।
ফাইনাল পরীক্ষার সেই রেজাল্ট নিজেই ফেসবুকে পোস্ট করেছেন তিনি। সেই রেজাল্টে সই আছে বিশ্ব বিখ্যাত মাক্রো ইকনমিস্ট জেফ্রি ফ্রানকেলের।
অঙ্কিত গর্গ জানিয়েছেন, ‘‘বাবা যখন দশে এগারো পাওয়ার কথা বলতেন তখন আমি বুঝতে পারতাম না কী করে তা সম্ভব করব। কিন্তু ছাত্র জীবনের শেষ পর্যায়ে(সম্ভবত) এসে বাবার কথা পূরণ করতে পারলাম আমি।’’
আরও পড়ুন: দেশভক্তির প্রমাণ চাই স্কুলেও, হাজিরা দিতে ইয়েস স্যর নয়, বলতে হবে ‘জয় হিন্দ’
তবে এই প্রথম নয়। এর আগেও এ রকম ভালো ফলের কীর্তি গড়েছেন অঙ্কিত। আইআইটি দিল্লি থেকে পাশ করে বেরনোর পর মাত্র ২২ বছর বয়সে আইএএস পরীক্ষায় প্রথম হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভায় পরা যাবে না কালো পোশাক! নির্দেশ ঘিরে বিতর্ক
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)