Coin

৪১০ দেশের নোট সংগ্রহ করে রেকর্ড বুকে নাম তুলে ফেললেন ইঞ্জিনিয়ার

রাজেন্দ্রর সংগ্রহে রাষ্ট্রসংঘের সদস্য  ১৮৯টি দেশ, ২৭টি দ্বীরাষ্ট্রএবং তারও বাইরের কিছু অঞ্চলের নোট রয়েছে। সব থেকে বেশি দেশের নোট সংগ্রহের রেকর্ড এর আগে ছিল কোয়ামবত্তুরের জয়েশ কুমারের দখলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ১৫:৩৪
Share:

৪১০ দেশের নোট সংগ্রহ করে রেকর্ড চেন্নাইয়ের ইঞ্জিনিয়ারের। টুইটার থেকে নেওয়া ছবি।

চেন্নাইয়ের এক সফ্টওয়ার ইঞ্জিনিয়ার নাম তুলে ফেললেন ‘এশিয়া বুক অব রেকর্ডস’ এবং ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ। তাঁর কাছে মোট ৪১০ দেশের নোট রয়েছে, যা এখনও পর্যন্ত নোট সংগ্রাহকদের মধ্যে সর্বাধিক।

Advertisement

চেন্নাইয়ের বছর ৩৪-এর আন্নামালাই রাজেন্দ্র জানিয়েছেন, গত ১০ বছর ধরে তিনি নানা দেশের নোট সংগ্রহ করছেন। এই নোটের একটা বড় অংশ বন্ধুদের মাধ্যমে এবং নিলামের দ্বারা সংগ্রহ করছেন তিনি।

রাজেন্দ্রর সংগ্রহে রাষ্ট্রসংঘের সদস্য ১৮৯টি দেশ, ২৭টি দ্বীরাষ্ট্রএবং তারও বাইরের কিছু অঞ্চলের নোট রয়েছে। সব থেকে বেশি দেশের নোট সংগ্রহের রেকর্ড এর আগে ছিল কোয়ামবত্তুরের জয়েশ কুমারের দখলে।

Advertisement

রাজেন্দ্রর সংগ্রহে যে নোটগুলি রয়েছে, সেগুলি ১৭ থেকে ২১ শতকের। এর মধ্যে কিছু যেমন কাগজের তৈরি আবার পলিমার, কার্ডবোর্ড, সোনা বা কাপড়ের তৈরি নোটও রয়েছে। এই সংগ্রহে বিচিত্র কিছু মুদ্রাও রয়েছে। এমন কিছু মুদ্রা রয়েছে, যা অন্ধকারেও দেখা যায়। প্রাচীন মুদ্রার মধ্যে চোল ও রোমান সাম্রাজ্যের মুদ্রা রয়েছে রাজেন্দ্র সংগ্রহে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement