Maoists

বিস্ফোরক বিছানো ছত্তীসগঢ় ও তেলঙ্গানার সীমানায়, নিরাপত্তাবাহিনীকে হুঁশিয়ারি মাওবাদীদের

কর্রেগাট্টার পাহাড়ে প্রচুর বিস্ফোরক বিছিয়ে রাখা, দুই রাজ্যের সীমানা এলাকায় বার্তা দিয়েছেন মাওবাদীরা। বাহিনীর হাত থেকে নিজেদের বাঁচাতে এই কাজ করতে হয়েছে বলে জানানো হয়েছে।।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১১:৩০
Share:
মাওবাদী দমন অভিযানে নিরাপত্তাবাহিনী।

মাওবাদী দমন অভিযানে নিরাপত্তাবাহিনী। —প্রতিনিধিত্বমূলক ছবি।

ছত্তীসগঢ় এবং তেলঙ্গানার সীমানায় বিস্ফোরক বিছিয়ে রাখা আছে। আর এই বিস্ফোরক বিছিয়ে রাখা হয়েছে আত্মরক্ষার স্বার্থে। শুধু তা-ই নয়, ওই দুই রাজ্যের সীমানা লাগোয়া গ্রামবাসীদেরও সতর্ক করা হয়েছে, তাঁরা যেন সীমানা লাগোয়া জঙ্গলগুলিতে না যান।

Advertisement

কর্রেগাট্টার পাহাড়ে প্রচুর বিস্ফোরক বিছিয়ে রেখেছেন তাঁরা, ওই দুই রাজ্যের সীমানা এলাকায় বার্তা দিয়েছেন মাওবাদীরা। বাহিনীর হাত থেকে নিজেদের বাঁচাতে এই কাজ করতে হয়েছে বলে বার্তা দেওয়া হয়েছে তাঁদের তরফে। পাশাপাশি, গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে, তাঁরা যেন ওই এলাকা এড়িয়ে চলেন। আর এই বার্তা পাওয়ার পর থেকেই দুই রাজ্যের সীমানা লাগোয়া গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়েছে। এই খবর বাহিনী এবং রাজ্য পুলিশের কাছে পৌঁছোতেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।

সম্প্রতি ছত্তীসগঢ়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের সীমানায় আরও নজরদারি বৃদ্ধি করার কথা বলেন। মাওবাদীরা যাতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করতে না পারেন, তার জন্য রাজ্য পুলিশ এবং বাহিনীর মধ্যে সমন্বয় তৈরি করে কাজ করার নির্দেশ দিয়েছেন।

Advertisement

মাওবাদীদের উদ্দেশে তিনি বার্তা দেন যে, অস্ত্র দিয়ে পরিবর্তন আনা যায় না। হিংসা কখনও পরিবর্তন আনতে পারে না। শুধু তা-ই নয়, মাওবাদীদের মূলস্রোতে ফিরে আসার আহ্বানও জানান শাহ। কিন্তু তার পরেও মাওবাদীরা বেশ কয়েক বার হামলা চালানোর চেষ্টা করেন। বাহিনীর সঙ্গে গুলির লড়াইও হয়। শাহের সতর্কবার্তা এবং আহ্বানের পরেও মাওবাদীদের এই হুঁশিয়ারির পরই অভিযানে নেমেছে বাহিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement