কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।
জম্মু ও কাশ্মীর নিয়ে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। সন্ত্রাসদমনে সেখানে কী কী করণীয়, কোন কোন পদক্ষেপের পথ খোলা আছে, তা আলোচনা করে দেখবেন তিনি। সংশ্লিষ্ট আধিকারিকদের সেই অনুযায়ী নির্দেশও দেবেন। কিছু দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর নিয়ে একটি বৈঠক করেছিলেন। উপত্যকায় শান্তি ফেরাতে এবং সন্ত্রাস রুখতে পূর্ণশক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন তিনি। এ বার বৈঠকে বসছেন শাহ।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রবিবার মূলত কাশ্মীরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন শাহ। সন্ত্রাসমূলক কার্যকলাপ দমনের জন্য প্রয়োজনীয় নির্দেশও দেবেন। যে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে, সেখানে থাকতে পারেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের লেফ্টেন্যান্ট গভর্নর মনোজ সিংহ, ভারতীয় সেনার চিফ জেনারেল মনোজ পাণ্ডে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা-সহ কেন্দ্রীয় প্রশাসন এবং জম্মু ও কাশ্মীরের একাধিক উচ্চপদস্থ কর্তা।
পিটিআই সূত্রে খবর, এই বৈঠকে শাহকে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক সীমানা এবং নিয়ন্ত্রণরেখা বরাবর বাহিনী মোতায়েন, অনুপ্রবেশের চেষ্টা, সক্রিয় জঙ্গিগোষ্ঠী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সেই অনুযায়ী পদক্ষেপের নির্দেশ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়াও রবিবারের বৈঠকে অমরনাথ যাত্রা নিয়ে আলোচনা হতে পারে। আগামী ২৯ জুন থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা। তার আগে জম্মু ও কাশ্মীরে প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখবেন শাহ।
গত কয়েক সপ্তাহ ধরে কাশ্মীরে সন্ত্রাসমূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। রিয়াসি, কাঠুয়া, ডোডা জেলার বেশ কিছু এলাকায় হামলা চলেছে। যাতে এখনও পর্যন্ত এক সিআরপিএফ জওয়ান-সহ ১১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বহু। সম্প্রতি জম্মুর বৈষ্ণো দেবী মন্দিরে যাওয়ার সময়ে পুণ্যার্থীদের একটি বাসে আচমকা গুলি চালাতে শুরু করেছিল জঙ্গিরা। বাসটি পাশের খাদে গড়িয়ে পড়ে যাওয়ার পরেও গুলি থামেনি। এই ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। স্বল্প ব্যবধানে অনেকগুলি হামলার পর কাশ্মীর নিয়ে তৎপর কেন্দ্রীয় সরকারও।