ফাইল চিত্র।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিটি গত কাল রাতে কিছু ক্ষণের জন্য উধাও হয়ে গিয়েছিল। টুইটারে অমিতের ফলোয়ারের সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লক্ষ। ফলে আচমকা অমিতের ছবি উধাও হয়ে যাওয়া নিয়ে শোরগোল পড়ে যায়। কিছু ক্ষণ পরেই সেই পুরনো ছবিটি ফিরে আসে।
লে জেলাকে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে না দেখিয়ে কেন জম্মু-কাশ্মীরের অংশ দেখানো হয়েছে, ৫ দিনের মধ্যে তার জবাব দেওয়ার জন্য গত কালই টুইটার কর্তৃপক্ষকে নোটিস দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। সেই দিনেই স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবি উধাও হয়ে যাওয়ার জল্পনা বেড়ে যায়। তবে অমিতের ছবি উধাও নিয়ে টুইটার কর্তৃপক্ষ আজ ব্যাখা দিয়েছে, কপিরাইটের কারণেই ওই পদক্ষেপ করা হয়েছিল।