শাহের বদলে বিল পেশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

বিল পাশ হলে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে বসবাসকারী ব্যক্তিরাও সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুবিধা পাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ০২:২৫
Share:

—ফাইল চিত্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আজই লোকসভায় ইনিংস শুরু করার কথা ছিল অমিত শাহের। কিন্তু সকলকে অবাক করে নন-স্ট্রাইকার রইলেন শাহ। পরিবর্তে আজ লোকসভায় জম্মু-কাশ্মীর সংরক্ষণ সংশোধনী বিলটি পেশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি ভি কিষণ রেড্ডি। বিল পাশ হলে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে বসবাসকারী ব্যক্তিরাও সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুবিধা পাবেন।

Advertisement

২০০৪ সালে জম্মু-কাশ্মীর সংরক্ষণ আইন এনেছিল তৎকালীন ইউপিএ সরকার। তাতে কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় বাসিন্দারা সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পেতেন। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, দেড় দশক পরে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণরেখার পাশাপাশি গত কয়েক বছরে জম্মুর আন্তর্জাতিক সীমান্ত এলাকার গ্রামগুলি লক্ষ্য করে গুলি-মর্টার ছুড়ছে পাক বাহিনী। সীমান্ত এলাকার বাসিন্দাদের একাংশ সামাজিক-অর্থনৈতিক ও শিক্ষাগত ভাবে পিছিয়ে থাকছেন।

তাঁদের উন্নয়নের কথা মাথায় রেখেই এই আইনে সংশোধন করার সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। জম্মু ছাড়াও কাশ্মীরের সাম্বা এলাকার সীমান্ত সংলগ্ন বাসিন্দারা এই সংশোধনীর সুবিধা পাবেন।

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement