—ফাইল চিত্র।
মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো রাস্তাতেই হাঁটলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ডাকা প্রাক্ বাজেট বৈঠক থেকে ওয়াক আউট করলেন তিনি। নোট বাতিল কাণ্ডের পর মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গোটা দেশেই ছড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস-সহ বিরোধী দলগুলির সঙ্গে মিলিত ভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হন তিনি। মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তির কথা জানিয়ে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে যৌথ বৈঠকও করেছিলেন তিনি। দেশ জুড়ে অর্থনৈতিক জরুরি অবস্থার অভিযোগ তুলে এ দিন অরুণ জেটলির বৈঠক থেকে ওয়াক আউট করেন অমিতবাবু।
আরও পড়ুন
কেন্দ্রীয় বাজেট পেশের দিন এগিয়ে আনছে নির্বাচন কমিশন?
কেন্দ্রীয় বাজেটের আগে সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে এ দিন বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেখানে হাজির ছিলেন অমিতবাবুও। কিন্তু বৈঠক শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। পরে তিনি বলেন, “এই মুহূর্তে দেশ জুড়ে অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে। তার প্রতিবাদেই বৈঠক থেকে ওয়াক আউট করেছি।” অমিতবাবু বলেন, “পরিসংখ্যান দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থার কথা অর্থমন্ত্রীকে জানিয়েছি।”