জামিয়া মিলিয়া ইসলামিয়ার রিসার্চ স্কলার এবং সিএএ-বিরোধী আন্দোলনের কর্মী সফুরা জ়ারগার। —ফাইল চিত্র।
জামিয়া মিলিয়া ইসলামিয়ার রিসার্চ স্কলার এবং সিএএ-বিরোধী আন্দোলনের কর্মী সফুরা জ়ারগারকে জামিন দেওয়ার আর্জি জানাল মার্কিন আইনজীবী সংগঠন ‘দ্য আমেরিকান বার অ্যাসোসিয়েশন সেন্টার ফর হিউম্যান রাইটস’। আজ এক বিবৃতিতে তারা জানিয়েছে, সফুরাকে জেলে বন্দি করে রাখা আন্তর্জাতিক আইন-বিরোধী কাজ।
দিল্লিতে সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বছর সাতাশের সফুরাকে। অন্তঃসত্ত্বা সফুরা এখন তিহাড় জেলে রয়েছেন। সম্প্রতি তাঁর জামিনের আবেদন খারিজ করেছে পাটিয়ালা হাউস কোর্ট। বিচারক জানিয়েছেন, সফুরার বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। মার্কিন আইনজীবী সংগঠনটি এ দিন জানিয়েছে, অনেক আন্তর্জাতিক আইনি চুক্তিতে যোগ দিয়েছে ভারত। সেই সব চুক্তি অনুযায়ী, খুব কম ক্ষেত্রেই অভিযুক্তকে বিচারের আগে বন্দি করা যায়। সফুরার ক্ষেত্রে সেই সব ক্ষেত্র প্রযোজ্য নয় বলেই মত তাদের। সংগঠনটির মতে, সফুরা অন্তঃসত্ত্বা। জেলে করোনা সংক্রমণের আশঙ্কাও রয়েছে। করোনা আবহে বন্দিদের প্যারোলে মুক্তি দেওয়ার কথা বিবেচনা করতে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্টও। তাদের মতে, সফুরা জামিন পেলে কী ক্ষতি করতে পারেন, তা বলতে পারেনি সরকার পক্ষ। তাঁর বিরুদ্ধে প্রমাণেরও অভাব রয়েছে। তাই তাঁকে এখনই জামিন দেওয়া উচিত।
আরও পড়ুন: নামছে জলাশয়ের জলস্তর, ঝাঁকে ঝাঁকে মাছের মৃত্যুতে উদ্বেগ রাজস্থানের গ্রামে
আরও পড়ুন: আচমকা স্বাদ চলে যাওয়া, গন্ধ না পাওয়াও করোনার লক্ষণ, জানাল কেন্দ্র