টি শার্টের বুকে এবং হৃদয়ের খুব কাছে থাকার লড়াইয়ে অন্তত আজ তাঁর কাছে হেরে গেলেন জলেজঙ্গলে গেরিলা যুদ্ধ করা চে গেভেরা। এমনকি পিছিয়ে পড়ছেন অমিতাভ বচ্চন বা মহেন্দ্র সিংহ ধোনিও।
দিল্লি তথা উত্তর ভারতের ব্র্যান্ড বাজারে শীর্ষ স্থানটি ক্রমশ কেড়ে নিচ্ছেন ভীমরাও অম্বেডকর। আজ তাঁর জন্মদিন বলে শুধু নয়, গত এক মাস ধরেই অম্বেডকরের নামাঙ্কিত টি শার্ট, লকেট, কানের দুল, আংটি, পোস্টার, ফ্রিজ ম্যাগনেট, ঘড়ি সরবরাহ করতে গিয়ে হিমসিম খাচ্ছে অনলাইন দোকানগুলি। আমাজন, ফ্লিপকার্টের মতো পরিচিত অনলাইন দোকানগুলি তো বটেই, ব্র্যান্ড অম্বেডকরকে বাজারে আনতে সক্রিয় বহুজনস্টোর ডট কম, জয়ভীম অনলাইন স্টোরের মতো নতুন সংস্থাগুলিও।
কথা বলা দূরস্থান, আজ দম ফেলার সময় পাচ্ছেন না মনোজ কুমার। বহুজনস্টোরের প্রতিষ্ঠাতা। এক সময় যিনি দিল্লির বাজারে গিয়েছিলেন অম্বেডকরের নামাঙ্কিত ঘরে সাজিয়ে রাখার মতো কোনও পণ্য কিনতে। ব্যর্থ হয়ে ফিরেছিলেন। মনোজের কথায়, ‘‘তখনই মাথায় আসে যে এর একটা ব্যবসায়িক দিকও রয়েছে। তাঁকে নিয়ে কৌতুহল দেশের যুবদের মধ্যে রয়েছে।
পাশাপাশি এটাও ভেবেছিলাম যে, অম্বেডকরের আদর্শ প্রসারেরও একটা সুযোগ পাব, যদি বিপণন করতে পারি।’’ তিন বছর আগে তথ্যপ্রযুক্তি শিল্পের চাকরি ছেড়ে তিনি শুরু করেন অনলাইন ব্যবসা। জানাচ্ছেন, ‘‘এখন তো সমানে অর্ডার আসছে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত এমনকী কেরল থেকেও।’’
এ রকমই আরও একটি দোকান বহুজনউন্নতিস্টোর ডট কমের কর্ণধার বিষ্ণু জানাচ্ছেন, এপ্রিল মাসটা অম্বেডকরের জন্মজয়ন্তী বলে সবচেয়ে বেশি পণ্য বিক্রি হয়। এখনই আড়াইশো রকম পণ্য রয়েছে তাঁর কাছে। আগামী কয়েক মাসের মধ্যে এই সংখ্যাটা হাজারে পৌঁছবে বলে বিশ্বাস করেন বিষ্ণু। তাঁর কথায়, ‘‘দেশের যে সব সংস্থা অম্বেডকরের আদর্শে অনুপ্রাণিত হচ্ছে, তার সংখ্যাটা বিপুল। এর অর্ধেকই নতুন এবং যুবশক্তি দ্বারা চালিত। এ দেশের একটা বড় অংশের যুবকের কাছে অম্বেডকর ফ্যাশন আইকনও বটে।’’ শুধু যুবরা নন, মহিলারাও পরছেন অম্বেডকরের ছবি দেওয়া শাড়ি, কানের দুল, আংটি। এমনকী দরজার ঘণ্টি বা গাড়ির অন্দরসজ্জাতেও থাকছে অম্বেডকরের মুখ।
আরও পড়ুন: অম্বেডকরে ভর করে দলিতদের নিয়ে টানাটানি
দলিত সমাজের প্রধান এই মুখ হঠাৎ কীভাবে ফ্যাশনের প্রতীক হয়ে উঠলেন?
এটা ঠিকই যে অম্বেডকরের ছবি দেওয়া টি শার্ট যাঁরা পড়ছেন, তাঁদের সংখ্যাগরিষ্ঠই দলিত অথবা পিছড়ে বর্গের মানুষ। কিন্তু উচ্চবর্ণের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক বিবেক কুমারের কথায়, ‘‘বাবাসাহেব এখন আন্তর্জাতিক আইকন-এ পরিণত হয়েছেন। কলম্বিয়া, ইয়র্ক, লন্ডন স্কুল অব ইকনমিক্সের মতো প্রতিষ্ঠানে তাঁর মূর্তি রয়েছে। সাম্য, স্বাধীনতা, এবং সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে তাঁকে।’’
বিবেক কুমারের মতে, উচ্চবর্নের প্রগতিশীল অংশের কাছেও অম্বেডকর বিশ্বজনীন এক ব্যক্তিত্ব। ভারতীয় পণ্য বাজারেও যার প্রতিফলন দেখা যাচ্ছে।