বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হয় মেঘভাঙা বৃষ্টি। — ছবি পিটিআই থেকে।
অমরনাথে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারীদের। অন্তত ৪০ জন নিখোঁজ বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
দ্রুত উদ্ধারের জন্য ছ’টি দল নামাল ভারতীয় সেনা। নামানো হল হেলিকপ্টার। কোভিডের জন্য গত দু’ বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। ৩০ জুন থেকে শুরু হয়েছিল যাত্রা। এখন পর্যন্ত ৭২ হাজার পুণ্যার্থী দর্শন করেছেন।
কেন্দ্রীয় বাহিনী এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনকে দ্রুত উদ্ধারের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি উদ্বেগ প্রকাশ করেছেন।
টুইটারে প্রধানমন্ত্রী লিখলেন, ‘অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি উদ্বেগজনক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। লেফটেনান্ট গভর্নর মনোজ সিনহাজির সঙ্গে কথা বলেছি। গোটা পরিস্থিতির খবর নিয়েছি। উদ্ধারকাজ চলছে। সমস্ত রকম সহায়তা করা হচ্ছে।’
মৃতের সংখ্যা বেড়ে হল ১০। নিখোঁজ অন্তত ৪০ জন পুণ্যার্থী।
ন’ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ বহু। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আহতদের আকাশপথে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।
উদ্ধারে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। সঙ্গে রয়েছে ইন্দো-তিবব্ত সীমান্ত পুলিশ (আইটিবিপি)। উদ্ধারের জন্য নামানো হয়েছে হেলিকপ্টার।
নিমেষে ভেসে যায় পুণ্যার্থীদের শিবির এবং লঙ্গর।
পাহাড়ের মাথায় প্রবল বৃষ্টি হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই অমরনাথ গুহার মাথা এবং চার পাশ থেকে বাঁধ-ভাঙা জলস্রোত ঢুকতে থাকে।