মোদীর তোপে রাহুলের ভোট

সোমবারই কংগ্রেসের সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দেবেন রাহুল। তার ঠিক আগের দিন গুজরাতের প্রচারসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই নির্বাচন প্রক্রিয়াকেই আক্রমণ করলেন।

Advertisement

প্রেমাংশু চৌধুরী

রাজকোট শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ০৪:০১
Share:

ছবি: সংগৃহীত।

এত দিন নিশানায় ছিলেন রাহুল গাঁধী। এ বার ‘বড়াপ্রধান’-এর নিশানায় কংগ্রেসের সভাপতি পদের নির্বাচন।

Advertisement

সোমবারই কংগ্রেসের সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দেবেন রাহুল। তার ঠিক আগের দিন গুজরাতের প্রচারসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই নির্বাচন প্রক্রিয়াকেই আক্রমণ করলেন। জওহরলাল নেহরুর জমানায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনে রিগিং করে বল্লভভাই পটেলকে হারানো হয়েছিল বলেও তাঁর অভিযোগ।

কংগ্রেস নেতাদের দাবি, মোদীর কথায় স্পষ্ট, রাহুল নিয়ে কতটা চাপে তিনি। গত ২২ বছর সৌরাষ্ট্র থেকে বিপুল আসন জিতেছে বিজেপি। এ বার হার্দিক পটেলের নেতৃত্বে পাতিদাররা কংগ্রেসের সঙ্গে হাত মেলানোয় ওই এলাকায় মোদী-অমিত শাহ ব্যাপক চাপে। যার প্রমাণ, রবিবার ভারুচে মোদীর প্রথম জনসভায় বিপুল সংখ্যক আসন খালি ছিল! এই অবস্থায় মোদী-অমিত শাহ পাতিদারদের দু’টি সম্প্রদায়, লেউভা ও কড়ভাদের মধ্যে বিভাজনের চেষ্টা করছেন। এমনকী সংখ্যালঘু ভোট টানতেও মরিয়া তাঁরা।

Advertisement

কংগ্রেস সভাপতি পদে ভোটের আগে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা শেহজাদ পুণাওয়ালা দলের পরিবারতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ শেহজাদের প্রশংসা করে মোদী বলেন, ‘‘আমি শেহজাদকে বলতে চাই, আপনি খুবই সাহসের কাজ করেছেন। কিন্তু দুঃখের কথা হল, কংগ্রেসে এমনটাই হয়ে এসেছে। সর্দার পটেল, মোরারজি দেশাইয়ের ক্ষেত্রেও এমন হয়েছিল।’’

আরও পড়ুন: শিবের বারে মনোনয়ন

মোদীর প্রশংসায় আপ্লুত শেহজাদ মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। তার পরেই কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালার কটাক্ষ, ‘‘শেহজাদ, শাহ-জাদাদের প্রতি প্রধানমন্ত্রীর ভালবাসা অজানা নয়। অরুণ, যশবন্ত, শত্রুঘ্নদের প্রশ্নের উত্তর কবে দেবেন?’’

কংগ্রেসের গণতন্ত্রকে কটাক্ষ করে মোদী বলেন, ‘‘যাদের দলেই গণতন্ত্র নেই, তারা দেশে কী ভাবে গণতন্ত্র আনবে?’’ রণদীপের পাল্টা খোঁচা, ‘‘মোদী-অমিত শাহ তাঁদের অভ্যন্তরীণ গণতন্ত্রের শিকার লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, কেশুভাই, আনন্দীবেন পটেলদের কথাও বলুন।’’

ভারুচের সভার হাল দেখে ঝুঁকি নেননি বিজেপি নেতারা। রাজকোটের যে নানা মউভা চকে আজ মোদী সভা করেছেন, দু’দিন আগেই সেখানে হার্দিক পটেলের সভায় বিপুল ভিড় হয়েছিল। তা ছাড়া রাজকোট মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীরও কেন্দ্র। এই রাজকোট থেকেই ২০০২-এ প্রথম বিধানসভায় জিতেছিলেন নরেন্দ্র মোদী। রাজকোট অবশ্য মোদীকে হতাশ করেনি। ভিড় দেখে খুশি মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement