CBI

এ বার জালে সিবিআই অফিসার

শুল্ক দফতরের এক অফিসারকে দুর্নীতি-মামলা থেকে রক্ষা করতে ওই সিবিআই অফিসার ২০ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ০৯:১১
Share:

সিবিআই অফিসার ২০ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। —ফাইল চিত্র।

দুর্নীতি-মামলায় সিবিআইয়ের জালে খোদ সিবিআই অফিসার। শুল্ক দফতরের এক অফিসারকে দুর্নীতি-মামলা থেকে রক্ষা করতে ওই সিবিআই অফিসার ২০ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ।

Advertisement

অভিযোগ, মুম্বইয়ের শুল্ক দফতরের আধিকারিক ও ক্লিয়ারিং এজেন্টদের একাংশ শুল্ক না দিয়েই পণ্য আমদানি করতেন। সে কাজে দু’বছরের বেশি বিদেশে ছিলেন এমন ব্যক্তিদের পাসপোর্ট ব্যবহার করা হত। তার বদলে ঘুষ নিতেন ওই শুল্ক আধিকারিক ও ক্লিয়ারিং এজেন্টরা।

এই মামলার তদন্তের দায়িত্বে ছিলেন সিবিআইয়ের ডেপুটি সুপার এ ভাস্কর। পরে ভাস্করের বিরুদ্ধে সিবিআইয়েরই দুর্নীতি-দমন শাখার ডেপুটি সুপার রাজেশ পাণ্ডের দায়ের করা অভিযোগে জানা গিয়েছে, অভিযুক্ত শুল্ক আধিকারিক রোশন কুমার, যোগেশ কুমার এবং বিজয় মাওয়ারা নামে আর এক অভিযুক্তের কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন তিনি।

Advertisement

এ নিয়ে দ্বিতীয় বার মুম্বইয়ে মোতায়েন সিবিআইয়ের কোনও ডেপুটি সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। চলতি মাসেই বি এম মীনা নামে সিবিআইয়েরই আর এক ডেপুটি সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিবিআই-ই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement