Information Commissioner

তথ্য কমিশনার নিয়োগে অনিয়ম, উঠল অভিযোগ 

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সম্প্রতি মুখ্য তথ্য কমিশনার ও তথ্য কমিশনার পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় ফাইল কর্মীবর্গ দফতর প্রকাশ করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০৫:১৬
Share:

ছবি সংগৃহীত।

তথ্যের অধিকার আইনে তথ্য কমিশনার নিয়োগের জন্য ‘সার্চ কমিটি’ তৈরির কথা বলা নেই। কিন্তু তা সত্বেও প্রধানমন্ত্রীর নির্দেশে মুখ্য তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন হয়েছিল। এ বার সেই বাছাই কমিটির বিরুদ্ধে প্রক্রিয়া না-মেনে নিয়োগের অভিযোগ তুললেন তথ্যের অধিকার কর্মীরা।

Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সম্প্রতি মুখ্য তথ্য কমিশনার ও তথ্য কমিশনার পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় ফাইল কর্মীবর্গ দফতর প্রকাশ করেছে। সেই ফাইল খতিয়ে দেখে তথ্যের অধিকার কর্মীদের ‘সতর্ক নাগরিক সংগঠন’-এর অভিযোগ, যাঁরা কোনও পদের জন্য আবেদন করেননি, তাঁদের তথ্যও কমিশনার হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্যাবিনেট সচিবের নেতৃত্বে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছিল।

সেই কমিটি আবেদনকারীদের বাইরে কিসের ভিত্তিতে বিভিন্ন ব্যক্তির নাম বিবেচনা করেছিল, তার উল্লেখ সরকারি ফাইলে নেই। কাদের কাদের নাম বিবেচনা করা হয়েছিল, তা-ও নেই ফাইলে।

Advertisement

প্রধানমন্ত্রীর দফতরের নোট অনুযায়ী, ওই সার্চ কমিটি আবেদনকারীদের মধ্যে থেকে বাছাই তালিকা তৈরির জন্য গঠিত হয়েছিল। কমিটি ছ’টি পদের জন্য সাত জনকে বাছাই করে। তার মধ্যে এক জন আবেদনই করেননি। কিন্তু উদয় মাহুরকর নামে সেই ব্যক্তিকেই তথ্য কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে নিয়ে তৈরি বাছাই কমিটি এই সিদ্ধান্ত নেয়। সে সময়ই অধীর এ বিষয়ে আপত্তি জানিয়ে ‘ডিসেন্ট নোট’ দিয়েছিলেন।

তাঁর দাবি ছিল, মাহুরকর সাংবাদিক হলেও প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করেন। কার চাপে তাঁর নাম বাছাই তালিকায় রাখা হল, ক্যাবিনেট সচিবকে তার ব্যাখ্যা দিতে হবে। কেন এই ভাবে সার্চ কমিটি গঠন করে বাছাই তালিকা তৈরি হল, সে প্রশ্নও তুলেছিলেন অধীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement