কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারঙ্গি। -ফাইল ছবি।
ভোট আসন্ন বলেই কি শুধু বিহারে বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার ঘোষণা করল বিজেপি? বিরোধীদের এই প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ ষড়ঙ্গী রবিবার জানালেন দেশের আপামর মানুষকেই বিনামূল্যে কোভিড টিকা দেওয়ানো হবে। এও জানালেন বিনামূল্যে কোভিড টিকা দিতে মাথাপিছু সরকারের খরচ হবে ৫০০ টাকা করে।
এই সপ্তাহেই বিহারে তিন দফার বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে। তার আগেই বিজেপি বিহারে বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার ঘোষণা করায় সমালোচনায় সরব হন বিরোধীরা। তাঁরা প্রশ্ন তোলেন অতিমারিকেও কি ভোট কুড়নোর হাতিয়ার করতে চাইছে বিজেপি?
এর প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, নির্বাচনী ইস্তেহারেই এই আশ্বাস দেওয়া হয়েছিল। তার আগে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘোষণা করেছিলেন দেশের আপামর মানুষকে কোভিড টিকা দেওয়া হবে বিনামূল্যে।
আরও পড়ুন- তরজা তুঙ্গে ট্রাম্প এবং বাইডেনের
আরও পড়ুন- লাদাখ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাল আমেরিকা, চিনের মোকাবিলায় জোটের সওয়াল
তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, অসম এবং পুদুচেরি সরকার ইতিমধ্যেই ওই রাজ্যের আপামর নাগরিককে বিনামূল্যে কোভিড টিকা দেবে বলে ঘোষণা করেছে।
ওড়িশার ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকারের পদক্ষেপ কী হবে তা টুইট করে রবিবার জানতে চান রাজ্যের খাদ্য সরবরাহ ও ক্রেতা কল্যাণ দফতরের মন্ত্রী আর পি সোয়েইন। কেন্দ্রীয় পশুপালন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ ষড়ঙ্গী গত কাল ছিলেন বালেশ্বরে। নভেম্বরে একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে। সেখানেই তিনি জানান, গোটা দেশের মানুষকেই বিনামূল্যে কোভিড টিকা দেওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।