রাস্তার দাবিতে আন্দোলনে নামল অল বরাক ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (অবিসা)। ৩৭ নম্বর জাতীয় সড়কের কাশীপুরে অনেক দিন ধরে পিচের প্রলেপের চিহ্নমাত্র নেই। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। সমস্যায় পথচারীরা। ওই এলাকার কয়েক কিলোমিটার পথ হেঁটে পেরনোও কার্যত অসম্ভব। দুর্ঘটনা লেগেই রয়েছে। দফায় দফায় আর্জি জানিয়েও লাভ হয়নি। তাই আজ এলাকাবাসীকে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে অবিসা। কাছাড় জেলায় কাশীপুর থেকে মধুরামুখ পর্যন্ত মিছিলে সামিল হন বিভিন্ন বয়সের নারী-পুরুষ।
অবিসা-র মুখ্য আহ্বায়ক বাহারুল ইসলাম বড়ভুঁইঞা জানিয়েছেন, অনেক বার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আন্দোলন ভেস্তে দিয়ে কেউ আর রাস্তার খবর নেন না। তাই এ বার আঁটঘাট বেঁধে পথে নেমেছেন। তাঁর কথায়, ‘‘আজ বিক্ষোভ মিছিল দিয়ে শুরু হল মাত্র। এখন পর্যায়ক্রমে আন্দোলন চলতে থাকবে। রাস্তার কাজ শুধু শুরু নয়, শেষ করিয়েই আন্দোলনে ইতি টানা হবে।’’