আপনি কি স্বাস্থ্যসচেতন? বায়ুদূষণ যে আপনার স্বাস্থ্যের ক্ষতি করে তা তো অজানা নয়। কিন্তু বায়ুদূষণের কুপ্রভাব পরতে পারে আপনার যৌন জীবনেও! আর এই ঘটনা ঘটতে পারে খোদ রাজধানী দিল্লিতে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
দিওয়ালির পর এখন দিল্লির যা অবস্থা বিশেষজ্ঞদের মতে, গত ১৭ বছরে এমন পরিস্থিতি হয়নি। আর এর ফলে গড়ে ৩০ শতাংশ কমে যেতে পারে মানুষের সেক্স অ্যাক্টিভিটি। দিল্লির এক হাসপাতালের ফার্টিলিটি এক্সপার্ট সাগরিকা অগ্রবাল বললেন, ‘‘বাতাসে এমন অনেক ভারি পদার্থ থাকে যা সরাসরি দেহের হরমোনের ওপর প্রভাব ফেলে। হরমোন ব্যালেন্স হারিয়ে ফেলে। যা স্পার্ম কাউন্টকে অ্যাফেক্ট করে। যৌনইচ্ছাও কমে যায়। ভারতে এই কারণে ১৫ শতাংশ পুরুষের মধ্যে বন্ধ্যাত্ব দেখা যাচ্ছে। মহিলাদের তুলনায় সংখ্যাটা বেশি।’’
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে সালফার-ডাই অক্সাইডের মাত্রা কিছুটা কমলেও অন্যান্য দূষক পদার্থের মাত্রা কিন্তু একই রয়েছে। রবিবার বাতাসে ধূলিকণার পরিমাণ প্রতি কিউবিক সেন্টিমিটারে ৬০০ মাইক্রোগ্রামে পৌঁছে গিয়েছিল। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার ৬০ গুণ বেশি। কিন্তু সরকারের পরিবেশ সংক্রান্ত নিয়ম অনুযায়ী যা ১০ গুণ বেশি। বাধ্য হয়ে রাজ্যের স্কুলগুলিকে বুধবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাঁচ দিনের জন্য নির্মাণকার্য সংক্রান্ত প্রকল্পগুলি বন্ধ করতে বলা হয়েছে। সাময়িক ভাবে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বদরপুর বিদ্যুত কেন্দ্র। পরিবেশবিদরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু সেই সঙ্গে প্রশ্ন উঠছে, এত কিছু করেও কি দূষণ ঠেকানো সম্ভব? এ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার।
আরও পড়ুন, ‘গ্যাস চেম্বার’ দিল্লির দূষণে ৫২-র লন্ডনের ছায়া, দেখতে হবে মৃত্যুমিছিল?