Air India

Air India: বড়সড় চুক্তি! ৩০০টি বিমানের বরাত দিতে পারে এয়ার ইন্ডিয়া

এয়ারবাস এসই-র এ৩২০নিও ফ্যামিলি জেট অথবা বোয়িং কো’র ৭৩৭ ম্যাক্স মডেলস অথবা দুটোই বরাত দিতে পারে এয়ার ইন্ডিয়া। এ নিয়ে মুখ খোলেননি কর্তৃপক্ষ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১৬:২৪
Share:

ফাইল চিত্র।

ঐতিহাসিক চুক্তির সামনে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ৩০০-টিরও বেশি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যা বাস্তবায়িত হলে দেশের বাণিজ্যিক বিমান পরিষেবায় নতুন ইতিহাস তৈরি হবে।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এয়ারবাস এসই-র এ৩২০নিও ফ্যামিলি জেট অথবা বোয়িং কো’র ৭৩৭ ম্যাক্স মডেলস অথবা দুটোরই বরাত দিতে পারে এয়ার ইন্ডিয়া। তবে এই ব্যাপারে মুখ খোলেননি এয়ার ইন্ডিয়া কর্তপক্ষ। বরং ‘গোপনীয়তা’ বজায় রাখা হয়েছে।

৩০০টি ৭৩৭ ম্যাক্স-১০ জেট কেনার চুক্তি করতে খরচ হবে সাড়ে চার হাজার কোটি ডলার। এই বিমানগুলি তৈরি করতে কয়েক বছর সময় লাগতে পারে। নতুন বিমানগুলি হাতে পেতে সময় লাগতে পারে এক দশকেরও বেশি।

Advertisement

উল্লেখ্য, চলতি বছরে পুনরায় টাটার হাতে ফিরেছে এয়ার ইন্ডিয়া। গত বছর অক্টোবরে এয়ার ইন্ডিয়াকে ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে টাটা গোষ্ঠীর সংস্থাকে বিক্রি করে মোদী সরকার। এর পর থেকেই শুরু হয়ে যায় বিক্রির সঙ্গে যুক্ত অন্যান্য প্রক্রিয়া। ১০০ শতাংশ শেয়ার হস্তান্তর প্রক্রিয়া এবং সেই সঙ্গে পরিচালন ক্ষমতা সম্পূর্ণ ভাবে তুলে দেওয়া হয়েছে টাটা গোষ্ঠীর হাতে।

অন্য দিকে, বিপুল লোকসানে চলা এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবনে একাধিক পরিকল্পনা নিয়েছে টাটা গোষ্ঠী। সেই প্রেক্ষিতে বিমান কেনা নিয়ে চুক্তি সাক্ষরের কথা ভাবা হচ্ছে, তা উল্লেখযোগ্য বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement