কুম্ভ মেলার সময় অতিরিক্ত বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। নিজস্ব চিত্র।
কুম্ভ মেলার সময় অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে বেশ কয়েকটি রুটে নতুন বিমান চালানোর কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। শুক্রবার এয়ার ইন্ডিয়ার তরফে এই ঘোষণা করা হয়েছে। দিল্লি, কলকাতা, এলাহাবাদ ও আমদাবাদ রুটে এই বিমানগুলি চালানো হবে বলে জানানো হয়েছে ওই উড়ান সংস্থার তরফে।
কুম্ভমেলার জন্য এই বিশেষ বিমানগুলি চলবে ১৩ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত।
এর মধ্যে দিল্লি-এলাহাবাদ রুটের বিমান চলবে সপ্তাহে পাঁচ দিন। সোম, বুধ, শুক্র, শনি ও রবিবারে চলবে দিল্লি থেকে এলাহাবাদের মধ্যে এই বিমান।
আমদাবাদ থেকে এলাহাবাদের মধ্যে বিমান চলবে বুধবার ও শনিবার।
আরও পড়ুন: কৌরবরা টেস্ট টিউব বেবি, রাবণের ছিল বিমান! এ বার দাবি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
কলকাতা থেকে আমদাবাদ পর্যন্ত বিমান চালানো হবে সপ্তাহে তিন দিন। মঙ্গলবার, শুক্রবার ও রবিবার এই বিমান চালানো হবে বলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে।
এ বছর এলাহাবাদে কুম্ভ মেলা শুরু হবে ১৫ জানুয়ারি। মেলা চলবে ৪ মার্চ পর্যন্ত।
আরও পড়ুন: বিয়ের কার্ডে হোয়াটস অ্যাপ!
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)