ধৃত বিমানসেবিকা। ছবি: সংগৃহীত।
প্রায় এক কেজি সোনা চোরাচালানের অভিযোগে গ্রেফতার এক বিমানসেবিকা। তিনি কলকাতার বাসিন্দা। ওমানের মাসকট থেকে কেরলের কান্নুরে সেই সোনা নিয়ে গিয়েছিলেন তিনি। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর একটি সূত্র বলছে, বিমানসেবিকার পায়ুতে ছিল সেই সোনা।
ডিআরআই কোচিন সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুরভি খাতুন। ২৮ মে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন। ওই সূত্রটি পিটিআইকে জানিয়েছে, সুরভিকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম সোনা মেলে। তাঁর পায়ুতে ছিল ওই সোনা। গ্রেফতারির পর বিমানসেবিকাকে ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়েছে। ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। এখন তিনি কান্নুরের মহিলা জেলে রয়েছেন।
সূত্রের খবর, ভারতে এই প্রথম কোনও বিমানকর্মীকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর আগেও বহু বার সুরভি সোনা পাচার করেছেন বলে অভিযোগ। এই প্রসঙ্গে বিমান সংস্থা এখনও কোনও মন্তব্য করেনি। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এর নেপথ্যে কেরলের পাচারকারী গোষ্ঠী থাকতে পারে।