Ahmedabad

কোভিড শয্যার অভাব, আমদাবাদের সরকারি হাসপাতালে বাইরে অ্যাম্বুল্যান্সেই অপেক্ষা রোগীদের

গুজরাতে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে ৭ হাজার ১৬৫ জনই আমদাবাদের।

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৬:১৩
Share:

ছবি: সংগৃহীত।

হাসপাতালের বাইরে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুল্যান্স। প্রতিটিতেই অপেক্ষা করছেন রোগীরা। পর্যাপ্ত শয্যার অভাবে গুজরাতের আমদাবাদের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে এমনই দৃশ্য দেখা গেল সোমবার।

Advertisement

আমদাবাদের এই সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা ১ হাজার ২০০। কিন্তু তার পরেও শয্যার অভাবে এক প্রকার বাধ্য হয়েই হাসপাতাল চত্বরে অ্যাম্বুল্যান্সে অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। রোগীর অবস্থার যাতে অবনতি না হয় তাই অ্যাম্বুল্যান্সের ভিতরেই তাঁদের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

দেশের যে ১০টি রাজ্যে করোনার সংক্রমণ উদ্বেগের ছবি তৈরি করেছে তার মধ্যে গুজরাত রয়েছে। রাজ্যে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে ৭ হাজার ১৬৫ জনই আমদাবাদের। সোমবারই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২১ জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের।

Advertisement

শুধু গুজরাত নয়, সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশি কিছু রাজ্যেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে রোগীদের। কোথাও শয্যার অভাব, কোথাও পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা না পাওয়ার অভিযোগ উঠছে। আবার কোথাও শয্যা না পেয়ে এ হাসপাতাল ও হাসপাতাল ছুটে বেড়াতে হচ্ছে রোগী ও তাঁর পরিবারকে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement