Income Tax in Union Budget 2025

১০ চেয়েছিলেন কেজরী, নির্মলা দিলেন ১২ লাখ! দিল্লির মধ্যবিত্ত ভোটার কোন দিকে যাবে বুধবার

প্রাক্তন আইআরএস অফিসার তথা আম আদমি পার্টির প্রধান কেজরীওয়ালের দাবি ছিল, মধ্যবিত্তের কথা ভেবে আয়কর ছাড়ের সীমা ৭ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হোক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

দিল্লির বিধানসভা ভোটের প্রচারের গোড়া থেকেই আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল আয়কর ছাড়ের সীমা বাড়ানোর দাবি তুলেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাছে তাঁর দাবি ছিল, মধ্যবিত্তের কথা ভেবে আয়কর ছাড়ের সীমা ৭ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হোক।

Advertisement

দিল্লির বিধানসভা ভোটের ঠিক চার দিন আগে মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় জানিয়ে দিলেন, ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের দিতে হবে না কোনও কর (নিউ রেজিম বা নয়া কর কাঠামোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য)। গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেছিলেন নির্মলা। এ বারও সেই নিয়মের কোনও পরিবর্তন করেননি তিনি। ফলে বেতনভোগীদের ক্ষেত্রে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না বলে শনিবার স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

দিল্লি সরকারের পাশাপাশি হাজারো কেন্দ্রীয় মন্ত্রক রয়েছে দিল্লিতে। রয়েছেন কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। তা ছাড়া, বিভিন্ন সেনাশিবিরের বিপুল সংখ্যক জওয়ান ও অফিসারদের বড় অংশও দিল্লির ভোটার। বস্তুত, কয়েকটি বিধানসভা আসনের ফলাফলের ক্ষেত্রে তাঁরাই ‘নির্ণায়ক’। আয়করে বিপুল ছাড়ে প্রত্যক্ষ ভাবে লাভবান হবেন এই অংশ। বিধানসভা ভোটে যার সুফল বিজেপি পেতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি নেতৃত্বের একাংশের মতে, প্রাক্তন আইআরএস অফিসার কেজরী আঁচ করেছেন, মোদী সরকার এ বার ১ ফেব্রুয়ারির বাজেটে আয়কর ছাড়ের সীমা বাড়াতে পারে। তাই ৫ ফেব্রুয়ারি (বুধবার) দিল্লির ভোটের আগে কৃতিত্ব নিতে নিজেই সেই দাবি তুলেছিলেন। কিন্তু সেই দাবি ছাপিয়ে নির্মলার ছাড় ভোটের দিল্লিতে বদলে দেবে ‘চিত্র’? উত্তর মিলবে ৮ ফেব্রুয়ারি, রবিবার। ওই দিন ভোটের ফল ঘোষণা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement