Arvind Kejriwal

‘দুষ্কৃতীদের রাজধানী হয়ে গিয়েছে দিল্লি’! বিধানসভা ভোটের আগে শাহকে চিঠি লিখলেন কেজরী

‘জাতীয় রাজধানী অঞ্চল’ দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত পুলিশবাহিনী সেখানকার আপ সরকারের নিয়ন্ত্রণে নয়। শাহের মন্ত্রকের হাতেই রয়েছে দিল্লি পুলিশের ভার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৮
Share:

(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল। অমিত শাহ (ডান দিকে)। —ফাইল ছবি।

বিধানসভা ভোটের আগে ‘দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ নিয়ে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সভাপতি অরবিন্দ কেজরীওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘‘দিল্লি এখন দুষ্কৃতীদের রাজধানীতে পরিণত হয়েছে।’’

Advertisement

‘জাতীয় রাজধানী অঞ্চল’ দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত পুলিশবাহিনী সেখানকার আপ সরকারের নিয়ন্ত্রণে নয়। শাহের মন্ত্রকের হাতেই রয়েছে দিল্লি পুলিশের ভার। বিধানসভা ভোটের আগে তাই বিষয়টি নিয়ে কেজরী কেন্দ্র তথা বিজেপির উপর চাপ বাড়াতে সক্রিয় হয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হতে পারে। সে ক্ষেত্রে চলতি মাসেই নির্বাচন কমিশন প্রকাশ করতে পারে ভোট-নির্ঘণ্ট।

এই আবহে শনিবার কেজরী বলেন, ‘‘দেশের ১৯টি বড় শহরের মধ্যে দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং খুনের সংখ্যা সবচেয়ে বেশি। তোলাবাজ চক্র সক্রিয়। শিক্ষা প্রতিষ্ঠান এবং বিমানবন্দরে বোমার হুমকি, মাদক সংক্রান্ত অপরাধ দিল্লিতে সাড়ে তিনশো গুণ বেড়েছে। দিল্লির বাসিন্দারা তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’’

Advertisement

গত ৭ ডিসেম্বর সকালে দিল্লির শাহদারা এলাকায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন হয়েছিলেন এক বাসন বিক্রেতা। গুলি করে খুন করা হয়েছিল তাঁকে। অন্য দিকে, সে দিন দুপুরে রাজধানীর গোবিন্দপুরী এলাকায় শৌচাগার পরিষ্কার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক জন খুন হন। আহত হন দু’জন। ওই জোড়া মৃত্যুর পরেই শাহের বিরুদ্ধে সূর চড়িয়েছিলেন কেজরী। বলেছিলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখন ভোট নিয়ে ব্যস্ত। তাই দিল্লি দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement