দিল্লি পুলিশের সঙ্গে বাকযুদ্ধে আপ নেতা আশুতোষ। ছবি: পিটিআই।
যত সময় গড়াচ্ছে দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমরের গ্রেফতারি নিয়ে উত্তাল হয়ে উঠছে রাজধানী। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আম আদমি পার্টির বিরুদ্ধে তোপ দেগে ময়দানে নেমে এসেছে কংগ্রেসও। তোমরের ইস্তফার দাবি তুলে কেজরীবালের বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা। দুপুর ১টার সময় সাংবাদিক সম্মেলনে আপ নেতা আশুতোষ দিল্লি পুলিশ এবং কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করছে কেন্দ্রের বিজেপি সরকার। আদালত ঠিক করবে তোমরের শংসাপত্র জাল কিনা, এটা দিল্লি পুলিশের কাজ নয়।” আবার মনীশ সিসোদিয়া প্রশ্ন তোলেন, “তোমর কি কোনও জঙ্গি যে তাঁকে গ্রেফতার করতে হবে!” আপ নেতৃত্ব যখন তোমর গ্রেফতারি নিয়ে প্রতিবাদের ঝড় তুলছে, কংগ্রেস নেতা অজয় মাকেন তোমরের ইস্তফার দাবি করে অরবিন্দ কেজরীবালকে এ বিষয়ে নৈতিক দায়িত্ব নেওয়ার কথা বলেন।
দিল্লি পুলিশের বিরুদ্ধে আপ নেতৃত্ব ক্ষোভ উগরে দেওয়ার পর পাল্টা প্রতিক্রিয়া এসেছে তাদের তরফ থেকেও। দিল্লি পুলিশ কমিশনার বি এস বাসি জানান, পুলিশ এই বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করেছে এবং আইনি পথেই পদক্ষেপ করেছে।
এ দিন তোমরকে সকেত আদালতে নিয়ে গেলে সেখানে বিক্ষোভ দেখান আপের সমর্থকরা।