তোপ কেজরীর, পেটিএমের বিজ্ঞাপনে মোদীর ছবি, বিতর্ক

ফের বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়ে বিতর্কে জড়ালেন মোদী! কালো টাকার বাড়বাড়ন্ত ঠেকাতে মঙ্গলবার ৫০০ ও ১০০০ টাকার নোট অচল বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ০৩:১৬
Share:

ফের বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়ে বিতর্কে জড়ালেন মোদী!

Advertisement

কালো টাকার বাড়বাড়ন্ত ঠেকাতে মঙ্গলবার ৫০০ ও ১০০০ টাকার নোট অচল বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘোষণার পরের দিনই অনলাইন ওয়ালেট সংস্থা পেটিএম বিভিন্ন সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ঢালাও প্রশংসা করল মোদীর। ঘটনা হল, মোদীর এই সিদ্ধান্তে বিপুল লাভ হয়েছে পেটিএমের। কারণ ৫০০ ও ১০০০ টাকার নোট অচল হয়ে যেতেই এক লাফে তাদের ব্যবসা অনেক বেড়ে গিয়েছে। এ নিয়েই টুইটারে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরীবাল।

এর আগে মুকেশ অম্বানীর রিলায়্যান্স জিও-র বিজ্ঞাপনে মোদীর ছবি ব্যবহার করা নিয়ে বিতর্ক হয়েছে। কোনও প্রধানমন্ত্রীর মুখ এ ভাবে বেসরকারি সংস্থার বিজ্ঞাপনে ব্যবহার করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিরো‌ধীরা মোদীর নৈতিকতা নিয়েও কটাক্ষ করেছিলেন। কংগ্রেসের প্রশ্ন ছিল, বিজ্ঞাপনে ছবি ব্যবহারের আগে ওই সংস্থা প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছিল কি না।

Advertisement

জিও-বিতর্কের রেশ কাটার আগেই পেটিএম-এর বিজ্ঞাপন। যেখানে কালো টাকা রুখতে মোদীর সিদ্ধান্তের প্রশংসা করে লেখা হয়েছে, ‘‘স্বাধীন ভারতের অর্থনীতির ইতিহাসে মোদী এক বলিষ্ঠ পদক্ষেপ করলেন।’’

এই ধরনের বিজ্ঞাপনে মোদীর ছবি ব্যবহারের ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করে টুইটারে কেজরীবাল লিখেছেন, দেশের মানুষ কি তাঁদের প্রধানমন্ত্রীকে বেসরকারি বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখতে চান? তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে সব থেকে বেশি উপকৃত হয়েছে পেটিএম। এর পিছনে লেনদেনের গল্প আছে কি না, সে প্রশ্নও তুলতে ছাড়েননি কেজরীবাল। সরাসরি আক্রমণ না করলেও পেটিএমের সিইও বিজয় শেখর কেজরীবালকে উদ্দেশ করে লিখেছেন, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবে দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement