বন্ধুদের সঙ্গে দুপুরে খেতে বেরিয়েছিল বছর সতেরোর কিশোরী। রাতে বাড়ি ফিরছিল এক বন্ধুর গাড়িতে। বাড়ির খুব কাছে এসেও গিয়েছিল সে। কিন্তু তখনই এক বন্ধুর গুলিতে গাড়ির মধ্যেই লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন। তার ঘাতক বন্ধুটি ফেরার।
মঙ্গলবার রাতে নয়াদিল্লির নজফগড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, শুভম ও যোগেশ নামে দুই বন্ধুর সঙ্গে বেরিয়েছিল মেয়েটি। শুভমকে মেয়েটি চিনত। যোগেশ শুভমের বন্ধু। যোগেশের গাড়িতেই ঘুরতে বেরোয় তিন জন। রাত ন’টা নাগাদ মেয়েটির বাড়ির কাছে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে বেরোয় যোগেশ। তখনই গাড়ি থেকে গুলির শব্দ শোনা যায়। কিশোরীর মা রাস্তায় মেয়ের অপেক্ষা করছিলেন। তাঁরা গাড়ির দিকে ছুটে যান। দেখেন, রক্তাক্ত কিশোরী পড়ে রয়েছে। পাশে পিস্তল। শুভম কোথাও নেই। পুলিশ জানিয়েছে, শুধু শুভম নয়, উধাও তার পরিবারও। পিস্তলটি যোগেশের। সেটির লাইসেন্স আছে।