ব্যাট হাতে তেজস্বী যাদব।
ক্রিকেট ব্যাট নিয়ে মাঠে নেমে পড়েছেন তেজস্বী যাদব। হাতে ব্যাটসম্যানের গ্লাভস। পায়ে স্পোর্টস শ্যু। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। এমনকি ‘ঈষৎ পৃথুল’ এবং ‘কিছুটা স্ফীত মধ্যদেশের’ শরীর নিয়ে ছুটে এসে বল করতেও দেখা গেল তাঁকে।
রবিবার দুপুর। ঘামের ছাপে রং বদলেছে টি শার্টের। ব্যাট করার সময় বার কয়েক কপাল মুছতেও দেখা গেল লালুপুত্রকে। ঝাঁ ঝাঁ দুপুরে বাড়ির বাগানে একটি চেয়ারকে উইকেট বানিয়েই চলছে প্র্যাকটিস। সেই দৃশ্যের ভিডিয়ো নিজেই পোস্ট করেছেন তেজস্বী।
দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওজন কমানোর পরামর্শ দিয়েছিলেন লালুপুত্রকে। ভিডিয়োয় ব্যাট হাত তেজস্বীকে ঘাম ঝড়াতে দেখে অনেকেই জানতে চেয়েছেন, তবে কি প্রধানমন্ত্রীর পরামর্শকে একটু বেশিই সিরিয়াসলি নিয়ে ফেললেন তেজস্বী!
ভিডিয়োর বিবরণে অবশ্য তেজস্বী তেমন কিছু লেখেননি। কী লিখেছেন বিহারের বিধানসভার প্রধান বিরোধী দলনেতা? তিনি লিখেছেন, ‘জীবন হোক বা খেলা, সব সময় জেতার জন্যই খেলা উচিত। যত তুমি পরিকল্পনা করে চলবে, মাঠে তত ভাল পারফর্ম করতে পারবে। দীর্ঘ দিন পর ব্যাট-বল হাতে। তবে আরও ভাল লাগছে আামার গাড়ির চালক, রাঁধুনি, পরিচারক এবং মালিদের সঙ্গে এ রকম একটা ম্যাচ খেলতে পেরে। যারা প্রতিমুহূর্তে আমাকে আউট করার চেষ্টা করেই চলেছিল।’
পটনার ১০ নম্বর সার্কুলার রোডের বাড়ি, যেটি মুখ্যমন্ত্রী থাকাকালীন রাবড়ি দেবীর বাসভবন ছিল, সেখানেই থাকেন তেজস্বী। এক সময় নিয়মিত জুনিয়ার ক্রিকেট খেলেছেন। আইপিএলও খেলেছেন। তবে ক্রিকেট কেরিয়ার সে ভাবে দাগ কাটতে না পেরে শেষে বাবা লালু প্রসাদ যাদবের সঙ্গে রাজনীতিতে যোগ দেন তেজস্বী।