Karnataka Assembly Election 2023

মন্ত্রিসভায় ঠাঁই হয়নি বিধায়কের, কর্নাটকের দলীয় দফতরের সামনে বিক্ষোভ অনুগামীদের

শনিবারই মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে ২৪ জন বিধায়কের। কিন্তু সেই তালিকায় নাম ছিল না বিধায়ক রুদ্রাপ্পা লামানির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ১৮:১১
Share:

মন্ত্রিত্ব না পাওয়ায় বিক্ষোভ কংগ্রেস বিধায়কের। ফাইল চিত্র।

কর্নাটকের নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়নি কংগ্রেস বিধায়কের। এর প্রতিবাদে দলীয় দফতরের সামনে বিক্ষোভে শামিল হলেন তাঁর অনুগামীরা। অবিলম্বে ওই বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন তাঁরা। এই বিষয়ে কংগ্রেস নেতৃত্বের বক্তব্য এখনও জানা যায়নি।

Advertisement

শনিবারই মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে ২৪ জন কংগ্রেস বিধায়কের। কিন্তু সেই তালিকায় নাম ছিল না কংগ্রেস বিধায়ক রুদ্রাপ্পা লামানির। তাঁর অনুগামীদের অভিযোগ শুক্রবার রাত অবধিও সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় তাঁদের নেতার নাম ছিল। পরে নাকি চক্রান্ত করে তাঁর নাম বাদ দিয়ে দেওয়া হয়।

লামিনি নিজে বানজারা গোষ্ঠীর সদস্য। কর্নাটকের ভোট পাটিগণিতে এই গোষ্ঠীর বিশেষ ভূমিকা আছে বলে মনে করা হয়। শনিবার লামিনির অনুগামীদের সঙ্গে বানজারা গোষ্ঠীর বেশ কয়েক জন মানুষও বেঙ্গালুরুতে দলের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের এক জনের কথায়, “আমাদের গোষ্ঠীর ৭৫ শতাংশ মানুষ এ বার কংগ্রেসকে ভোট দিয়েছেন। তাই আমাদের প্রতিনিধি হিসাবে অবিলম্বে কাউকে মন্ত্রিসভায় স্থান দিতে হবে।” সে ক্ষেত্রে তাঁরা যে লামিনিকেই মন্ত্রী হিসাবে দেখতে চান, তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে। কংগ্রেসের অন্দরের কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement