সানি দেওল। ছবি টুইটার থেকে সংগৃহীত।
রাগী প্রেমিক থেকে সেনাবাহিনীর মেজর। বিভিন্ন ভূমিকায় পর্দা কাঁপিয়েছেন অভিনেতা সানি দেওল। গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিজেপিতে। তারপর পঞ্জাবের গুরুদাসপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৬২ বছর বয়সী এই অভিনেতার বিভিন্ন সিনেমার সংলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় মেতেছেন নেটিজেনরা। সেই সব সংলাপের ছবি, ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই সব ছবি ভিডিয়োয় উঠে এসেছে ‘গদর: এক প্রেম কথা’, ‘বর্ডার’ সিনেমার মতো জনপ্রিয় সংলাপগুলি। তবে ‘দামিনী’ সিনেমার ‘ঢাই কিলো কা হাত’ নিয়ে আলোচনা হয়েছে বেশি।
বিজেপিতে যোগ দেওয়ার পর সানি দেওল বলেছেন, ‘‘বাবা (ধর্মেন্দ্র) অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে যোগ দিয়েছিলেন। সেই পথেই আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আগামী পাঁচ বছর আমি মোদীর জন্য কাজ করতে চাই।’’ বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর সিনেমা নিয়ে প্রশংসা করেছেন নির্মলা সীতারমণ, পীযুষ গয়ালের মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও। ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ‘বর্ডার’ ছবির উল্লেখ করে নির্মলা বলেন, ‘‘বর্ডার ছবিতে জাতীয়তাবাদ এবং দেশভক্তিকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন সানি, যা মানুষের মন ছুঁয়ে গিয়েছিল।’’ শুধু অভিনয় করে ওই অনুভূতি আনা যায় না বলে মন্তব্য করেন পীযুষ গয়ালও।
আরও পড়ুন: শপিং মল থেকে অপহরণ করে যুবতীকে সারা রাত ধর্ষণ করল ফেসবুক বন্ধুরা