এ বার শাহিন বাগের বিক্ষোভ নিয়ে সরব অনুরাগ ঠাকুর। —ফাইল চিত্র
দিল্লিতে ভোটপ্রচারে গিয়ে তাঁর ‘গোলি মারো’ মন্তব্য নিয়ে বিতর্কের জল এখনও ঘোলা। চাপে পড়ে সুর বদলে ফেললেন অনুরাগ ঠাকুর। এ বার ‘বুলেট নয়, ব্যালট’-এর পক্ষে সওয়াল করেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। তবে, দিল্লির ভোটে বিজেপি যে শাহিন বাগের বিক্ষোভকেই পুঁজি করছে তা-ও ফের এক বার স্পষ্ট করে দিয়েছেন তিনি।
সোমবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘‘গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। মানুষের সঠিক ভাবে ভোটাধিকার প্রয়োগ করা উচিত যাতে, বুলেটকে হারিয়ে ব্যালটই জয়ী হয়।’’
দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির নজর আটকে রয়েছে শাহিন বাগে দীর্ঘ দিন ধরে চলা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে। ভোট প্রচারে মোদীর মুখেও উঠে এসেছে সেই শাহিন বাগের কথা। গতকাল অনুরাগও একই অস্ত্রে কেজরীবাল সরকারকে বিঁধেছেন। তাঁর দাবি, ‘‘শাহিন বাগের বিক্ষোভকারীদের বিরিয়ানি খাওয়ানো বন্ধ করা উচিত কেজরীবালের।’’
আরও পড়ুন: সকলে জানত দুঁদে পুলিশকর্তা, ধরা পড়তেই বেরিয়ে এল আসল পরিচয়
গত ২৭ জানুয়ারি দিল্লির রিঠালা এলাকায় ভোটপ্রচারে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন অনুরাগ। ভিডিয়োয় তাঁকে স্লোগান দিতে শোনা যায়, ‘দেশ কি গদ্দারোঁকো...’। স্লোগানের বাকি অংশ পূরণ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁরা বলতে থাকেন, ‘গোলি মারো...’। অনুরাগের এই মন্তব্যের পর পরই গুলি চালানোর ঘটনা ঘটে জামিয়া মিলিয়ায় চলা সিএএ-বিরোধী বিক্ষোভে। আর তাতে বিতর্ক চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। তার জেরে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কোপেও পড়েন অনুরাগ। সোমবার ওই বিতর্ককে ঘিরে সরগরম হয়ে ওঠে সংসদও।
আরও পড়ুন: করোনাভাইরাস: দিল্লিতে হাসপাতালে ভর্তি আরও ৫, ‘বিপর্যয়’ ঘোষণা কেরলে
বিতর্কের জল এত দূর গড়ায় যে, অনুরাগের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ তুলে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর ছাত্র সংসদদের সদস্য বিষ্ণু প্রসাদ।