Arvind Kejrwal

Bhagwant Mann: দিল্লি-পঞ্জাবের পর এবার লক্ষ্য গুজরাত, আমদাবাদে এ বার রোড শো-তে বললেন ভগবন্ত মান

এ বছরের শেষের দিকে গুজরাতে বিধানসভা নির্বাচন। সে দিকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই রাজ্যে প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দল। দিল্লি-পঞ্জাব জয়ের পর এবার আপের লক্ষ্য বিজেপি শাসিত দিল্লি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ২২:২৬
Share:

সাংবাদিক বৈঠকে কেজরীওয়াল ও ভগবন্ত মান ছবি পিটিআই

‘কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্র প্রসঙ্গে দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের মন্তব্যের প্রতিবাদ জানাতে বুধবার তাঁর বাড়িতে চড়াও হয় এক দল বিজেপি কর্মী। ঠিক তার দু’দিন পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিয়ে গুজরাতের আমদাবাদে জমজমাট রোড শো করলেন কেজরী। ভগবন্ত বললেন, দিল্লি, পঞ্জাবের পর এবার তাঁদের লক্ষ্য গুজরাত।

এ বছরের শেষের দিকে গুজরাতে বিধানসভা নির্বাচন। সে দিকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই রাজ্যে প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দল। দিল্লি-পঞ্জাব জয়ের পর এবার আপের লক্ষ্য বিজেপি শাসিত দিল্লি। সেই লক্ষ্যে ‘ত্রিরঙ্গা যাত্রা’ রোজ শো করে আপ। সেই শো-তে ভিড় ছিল নজরকাড়ার মতো। কেজরী দাবি করেন, আম আদমি পার্টি দিল্লিতে দুর্নীতিকে শেষ করেছে। পঞ্জাবে ক্ষমতা হাতে নিয়ে ১০ দিনের মধ্যে দুর্নীতিকে ‘খতম’ করছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। যদি তাঁদের কথা কারও বিশ্বাস না হয় তবে তাঁরা পঞ্জাব বা দিল্লিবাসী বন্ধুকে জিজ্ঞাসা করতে পারেন বলে জানিয়েছেন তিনি।

Advertisement

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ দিল্লি বা পঞ্জাবে কেউ যদি ঘুষ চায় তবে তাদের বলা হয়, চাইবেন না এখুননি কেজরী বা ভগবন্ত এসে পড়বে।’’

প্রসঙ্গক্রমে কেজরী বলেন, ‘‘ আমরা রাজনীতির খেলা জানি না। আমরা জানি দেশভক্তি।’’ গুজরাতে আপের লক্ষ্য নিয়ে বলতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন,‘‘আমরা এখানে কংগ্রেস বা বিজেপি-কে হারাতে আসিনি আমরা। গুজরাতীদের জিততে এসেছি। দুর্নীতি দূর করতে এসেছি। কোন ধরনের দুর্নীতি তার ব্যাখ্যা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ শিক্ষা এখানে বিক্রি হয়। প্রতি তিন মাস অন্তর এখানে পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ্যে এসে যায়। আমাদের লক্ষ্য একে বন্ধ করা।’’ তাঁর আরও সংযোজন, ‘‘ কাদায় লেগে পদ্ম (বিজেপি-র প্রতীক) হয়েছে ময়লা, একে ঝাড়ু (আপের প্রতীক) দিয়ে পরিষ্কার করতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement