Bhagwant Mann

Bhagwant Mann Wedding: ভগবন্ত মানের বিয়ের আসরে ‘বিয়ের ফুল’ ফুটল রাঘব চাড্ডার! বললেন, ‘শীঘ্রই করব’

গুরপ্রীত কৌরের সঙ্গে বিয়ে সারলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বিয়ের দায়িত্বে পুরোভাগে ছিলেন আপ নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৭:২৬
Share:

ছবি টুইটার।

‘বড় দাদা’র বিয়ে দেখে তাঁর জীবনেও শীঘ্রই ‘বিয়ের ফুল’ ফুটতে চলেছে বলে জানালেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিয়ের অনুষ্ঠানের দায়িত্বে পুরোভাগে ছিলেন রাঘব। মানকে ‘বড়দা’ বলে সম্বোধন করেন চাড্ডা।

Advertisement

এক সর্বভারতীয় স‌ং‌বাদমাধ্যমে রাঘব বলেছেন, ‘‘মানকে খুশি হতে দেখে খুব ভাল লাগছে। আমার কাছে এটা আবেগের মুহূর্ত।’’ এর পরই তাঁর বিয়ের প্রসঙ্গে চাড্ডা বলেন, ‘‘সকলে এই কথা জিজ্ঞাসা করছেন...আমার মা এ নিয়ে লেগে রয়েছেন...আশা করি এ বার আমিও শীঘ্রই বিয়ে করব।’’

বৃহস্পতিবার পেশায় চিকিৎসক গুরপ্রীত কউরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মান। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। নবদম্পতি প্রসঙ্গে চাড্ডা বলেছেন, ‘‘মানের পছন্দ দারুণ। কনে খুবই ভাল মানুষ। সুন্দর বিয়ে হয়েছে।’’

Advertisement

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিয়েতে হাজির ছিলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল-সহ বিভিন্ন রাজনীতিক ও খ্যাতনামা ব্যক্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement